পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ দল। এরপরও সেই সফরে পুরো শক্তির দল পাবে কিনা টাইগাররা তা নিয়ে আছে শঙ্কা। সাকিব আল হাসান যেতে চাইছেন না সিরিজে। তবে দক্ষিণ আফ্রিকা ঠিকই পুরো শক্তির দল ঘোষণা করে দিয়েছে। নিজেদের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য তারা দলে রেখেছে সব তারকাকে।
দক্ষিণ আফ্রিকার জন্য মূলত শঙ্কাটা তৈরি করেছিল আইপিএল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই শুরু হয়ে যাবে আইপিএল। তার ঠিক আগেই হবে ওয়ানডে সিরিজ। আইপিএলের কারণে শঙ্কা ছিল ওয়ানডে সিরিজ থেকেও মূল খেলোয়াড়দের না পাওয়ার একটা শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকার।
তবে সিরিজের প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকার শীর্ষ খেলোয়াড়রা বেছে নিলেন দেশকেই। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তাই পুরো শক্তির দলই পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
পুরো শক্তির দল নয় অবশ্য। ফিটনেসের কারণে আনরিখ নরকিয়াকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাকে ছাড়াই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। তারপরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। ৩১ মার্চ শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৮ এপ্রিল।
বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।
এমএসএম / এমএসএম
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির