মানকাডিং এখন থেকে ‘ফেয়ার প্লে’ ও রান আউট
ভিনু মানকড় থেকে রবীচন্দ্রন অশ্বিন। যারাই ব্যাটসম্যানকে এই আউট করেছেন, তারাই পড়েছেন সমালোচনার মুখে। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান দাগ ছেড়ে বেড়িয়ে গেলে তাকে আউট করা ক্রিকেটীয় আইনে এমনিতে বৈধই ছিল। কিন্তু ‘স্পিরিট অব ক্রিকেট’ এর দোহাই দিয়ে তুলোধোনা করা হতো ওই বোলারকে।
অবশেষে প্রচলিত আইনেও রদবদলের সিদ্ধান্ত নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। এখন থেকে মানকাডিং নামে কোনো আউট থাকছে না, সেটা হবে রান আউট। এমসিসির সভায় প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে ক্রিকেটের বেশ কিছু নিয়ম বদলের বিষয়টি।
আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো চালু করতে চলেছে আইসিসি। এর মধ্যে মানকাডিংকে স্বাভাবিক রান আউট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ১৯৪৭ সালের ডিসেম্বরে নন স্ট্রাইক প্রান্তে থাকা বিল ব্রাউনকে আউট করেছিলেন ভিনু মানকড়। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড় আউটটির নাম হয়ে যায় মানকড়ের নামে।
তবে এখন থেকে নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে ডেলিভারির আগেই বোলার রান-আউট করলে তা অনৈতিক বা স্পিরিট-বিরোধী বলে বিবেচনা করা যাবে না। বরং ব্যাটসম্যানকে রান-আউট দেওয়া হবে স্বাভাবিক নিয়মে। এতদিন মানকাডিংকে ‘আনফেয়ার প্লে’ (ল-৪১) হিসেবে চিহ্নিত করা হতো আইসিসির নিয়মে। এবার থেকে তা বিবেচিত হবে ‘ফেয়ার প্লে’ হিসেবে। মানকাডিংকে স্থানান্তরিত করা হচ্ছে রান-আউটের কোটায় (ল-৩৮)।
মানকাডিং নতুন করে আলোচনায় আসে ২০১৯ আইপিএলে জোস বাটলারকে রবীচন্দ্রন অশ্বিন মানকাডিং করার পর। ওই আউটের পর তীব্র সমালোচনার মুখে পড়েন অশ্বিন। তবে সবসময়ই এই আউটের পক্ষে সাফাই গেয়েছেন ভারতীয় তারকা।
এমএসএম / এমএসএম
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির