ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

শচীনের বাড়িতে এসে খেতে পারেননি ওয়ার্ন, রান্না করেছিলেন নিজেই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ২:২০

মাঠে তাদের গল্পের শেষ নেই। একজন ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকাতে থাকবেন, আরেকজন বোলারদের। দুজন আবার খেলেছেন একই সময়ে। শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকারের মাঠের বাইরেও গল্প আছে।

৪ মার্চ (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। সম্প্রতি অ্যামাজন প্রাইমে ওয়ার্নের ওপর একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে। সেখানে ওয়ার্ন বলেছেন, টেন্ডুলকারের বাড়িতে খাবারের গল্প। 

১৯৯৮ সালের ওই ঘটনা জানিয়ে ওয়ার্ন বলেছিলেন, ‘শচীন ও আমি ভালো বন্ধু। আমরা যখন ভারতে যেতাম তখন ভারত বনাম অস্ট্রেলিয়া হতো না, তখন হতো ওয়ার্ন বনাম টেন্ডুলকারের লড়াই। সবাই এই লড়াই দেখতে পছন্দ করত।’

‘আমি তার বাড়িতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমরা প্রথমে ডিনার করতে যাব এবং তারপর হোটেলে ফিরে আসব। আমি মুরগির মাংস দিয়ে শুরু করেছিলাম। আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি সেটা চিবতে থাকলাম আর আমার মুখের একদিক থেকে অন্যদিকে নিতে থাকলাম। আমি তাকে এবং তার পরিবারের প্রত্যেককে শ্রদ্ধা করি।’

শচীনও এই ঘটনা নিয়ে বলেছেন, ‘আমরা তখন মুম্বাইতে ছিলাম। আমি তাকে বলেছিলাম তুমি আমার বাড়িতে খাবারের খেতে আসতে পারো। আমি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সে ভারতীয় খাবার পছন্দ করেন কি না? তিনি বললেন, হ্যাঁ, আমার খুব ভালো লাগে।’

‘তখন দেখলাম সে আমার ম্যানেজারকে কিছু বলছে। আমি অন্যদের খাবার পরিবেশন করতে ব্যস্ত ছিলাম, ওয়ার্ন যখন তার খাবারের প্লেটটা রাখল, তখন বুঝলাম সে মশলাদার খাবার খেতে পারছেন না। তিনি আমাকে আঘাত করতে চাইনি। তাই আমার ম্যানেজারকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করছিলেন। সন্ধ্যার শেষে, ওয়ার্ন রান্নাঘরে গিয়ে নিজের খাবার রান্না করলেন।’

এমএসএম / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু