দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি
দীর্ঘ ২১ বছর অপেক্ষার পর অবশেষে কমিটি পেল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ। এর আগে মহামারির মধ্যেও ভার্চুয়ালি সম্মেলন করে নগর স্বেচ্ছাসেবক লীগ। দীর্ঘ ২১ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১৯ জুন।
সম্মেলনের ৭ মাসের মাথায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। ঘোষিত কমিটির সভাপতি হলেন: দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজ। বুধবার রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এ কমিটির অনুমোদন দেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭৫ জন প্রার্থী থাকলেও সাত মাস সময় নিয়ে এই দুই শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশীষ নাথ দেবু ও আজিজুর রহমান আজিজকে। দুজনই প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর অনুসারী। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যরা হলেন: সহ সভাপতি পদে হেলাল উদ্দীন, চসিক কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, অ্যাড. তসলিম উদ্দীন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ারা জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশীদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. সাইফুদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। সাংগঠনিক সম্পাদক পদে মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ), দেবাশীষ আচার্য্য। প্রচার সম্পাদক পদে তাসাদ্দেক নুর চৌধুরী তপু। এ বিষয়ে নব নির্বাচিত স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল জানান, দীর্ঘদিন পর কমিটি হওয়ায় অনেক জটিলতা ছিল, অনেক সাবেক ছাত্র নেতারা দীর্ঘদিন পদ পদবী ছাড়া থাকতে হয়েছে। একটি কমিটিতে সবাইকে সভাপতি সাধারণ সম্পাদক পদ দেয়া সম্ভব না, তবে পূর্ণাঙ্গ কমিটিতে বুঝা যাবে দীর্ঘ দিনের পদ বঞ্চিতদের কতটুকু মূল্যায়ন হবে। আগামীতে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে কাজ করে যাব।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেন, স্বেচ্ছাসেবক লীগের দীর্ঘদিন পর কমিটি হওয়ায় নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসব দেখা দিয়েছে। আমাদের সংগঠনের মধ্যে কোন ধরণের গ্রুপিং কোন্দল থাকবে না, সবাইকে সাথে নিয়ে প্রতিটি এলাকায় শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. জমির উদ্দীন সিকদার বলেন, চট্টগ্রাম মহানগরে দীর্ঘদিন পর হলেও আমরা কমিটি দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে তাদের পুর্ণাঙ্গ কমিটি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সারা দেশে স্বেচ্ছাসেবক লীগকে তৃলমূল পর্যায়ে শক্তিশালী করার অংশ হিসেবে এ কমিটি দেয়া হয়েছে। তবে দীর্ঘদিন পর কমিটি হওয়ায় একটি কমিটিতে সবাইকে খুশি করার সম্ভব না, নিয়মিত কমিটি হত অনেকে পদ পেতে আমাদেরও এত কষ্ট করতে হত না, আশা করি এ কমিটি মাননীয় প্রধামন্ত্রীর নির্দেশনা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান।
উল্লেখ্য, ২০০১ সালে স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের কমিটি গঠিত হলেও গত ২০ বছরেও অ্যাড. জিয়া উদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা