আর্জেন্টিনা দলে ফিরলে বদলে যাবেন মেসি
লিওনেল মেসির সময়টা যেভাবে উল্টো গেছে, বিস্মিত করবে যে কাউকে। একটা সময় তাকে বলা হতো ক্লাবের মেসি। জাতীয় দলে গেলেই কেমন নিষ্প্রভ হয়ে যেতেন। এখন হয়েছে তার ঠিক উল্টো। আর্জেন্টিনা দলেই তাকে দেখা যায় বেশি আনন্দে।
পিএসজিতে এখন মেসির খারাপ সময় কাটছে। দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে। মেসি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। রোববার রাতে পিএসজি সমর্থকরা তো ঘরের মাঠে দুয়োও দিয়েছেন আর্জেন্টাইন তারকাকে। তবে জাতীয় দলে ফিরলেই বদলে যাবেন মেসি, এমন বিশ্বাস আলবিসেলেস্তদের সহকারী কোচ রবার্তো আয়লার।
তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা (পিএসজির ছিটকে পড়া) কোনো ইস্যু না। কারণ এটা আমাদের জাতীয় দল থেকে বিচ্ছিন্ন। আমরা মেসিকে ভালো দেখছি। সে এমন একটা ছেলে, যে জাতীয় দলে গেলে বদলে যায়। সে দলের সঙ্গে খুব ভালোভাবে জড়িত আর ওই দলের একজন হিসেবে নিজেকে দেখতে চায়।’
‘অনেকের জন্য সে আদর্শ কিন্তু আমাদের দলে খেলে। সে নিজেই চায়, অন্যদের মতোই তাকে ট্রিট করা হোক। আমি তাকে নেতা হিসেবে শুধু মাঠেই দেখি না, প্রতিটা ছোট বিষয়েও। এটা আমাদের জন্য অনেক মূল্যাবান।’
ইতোমধ্যেই কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। কোপা আমেরিকা জয়ের পর থেকেই তাদের বেশ উৎফুল্ল লাগছে। জাতীয় দল নিয়ে আশাবাদী হচ্ছেন আলবিসেলেস্ত সমর্থকরা। আয়লাও বলছেন, দারুণ একটা দল তৈরি হয়েছে তাদের।
তিনি বলেছেন, ‘দারুণ একটা দল তৈরি হয়েছে। তারা উপভোগ করছে। আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই অনুশীলন হচ্ছে। এটা সহজ হয়ে গেছে কারণ তারা বানিয়ে দিয়েছে। এখানে লম্বা কোনো মুখ নেই।’
এমএসএম / এমএসএম
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড