১৩ মিনিটের ঝড়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলো জুভেন্তাস
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়ার পর থেকে জুভেন্তাসের সময়টা ভালো কাটছে না আদৌ। লিগে আছে চতুর্থ স্থানে, তবে দলের যা পারফর্ম্যান্স তাতে লিগ জেতার আশা করবেন না পাঁড় জুভেন্তাস ভক্তও। এরই মধ্যে এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়ঘণ্টা বেজে গেল কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দলের। স্প্যানিশ দল ভিয়ারিয়ালের সঙ্গে প্রথম লেগে ১-১ ড্রয়ের পর শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে হেরেই বসেছে বিয়েঙ্কোনেরিরা।
প্রতিপক্ষের মাঠে আগের লেগটা ১-০ গোলে এগিয়ে গিয়েও ড্রয়ে বাধ্য হতে হয়েছিল দলটিকে। ফিরতি লেগে তাই জয় ছাড়া উপায় ছিল না কোনো দলেরই। তবে জুভেন্তাসের জন্য স্বস্তি ছিল নিজেদের দর্শকদের সামনে খেলার বিষয়টা।
সেটা কাজেও দিচ্ছিল বেশ। শুরু থেকে বেশ চাপে রেখেছিল ভিয়ারিয়ালকে। অন্তত ৭৫ মিনিট পর্যন্ত তো বটেই। এ সময়ে ১৪টি শটের পাঁচটি ছিল লক্ষ্যে। ওদিকে সফরকারী ভিয়ারিয়ালের একটি শটও ছিল না লক্ষ্যে।
জুভেন্তাসের পাঁচটি লক্ষ্যে থাকা শটের একটি এসেছিল ম্যাচের ১১ মিনিটে। খুব কাছ থেকে আলভারো মোরাতার হেডার ঠেকিয়ে স্বাগতিকদের হতাশ করেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। ২০ মিনিটে দুসান ভ্লাহোভিচের আরও একটা কামান ঠেকিয়ে স্প্যানিশ দলটিকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
একটু পরে ভাগ্যও যেন পথ আগলে দাঁড়ায় জুভেন্তাসের। ভ্লাহোভিচের শট এবার প্রতিহত হয় ক্রসবারে। তাতে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দলটি।
তবে বিরতির পরেও জুভেন্তাস একইভাবে আধিপত্য ছড়াচ্ছিল। ৫৮তম মিনিটে আদ্রিয়ান র্যাবিওর দূরপাল্লার শট লক্ষ্যে থাকলেও তাতে জোর ছিল না তেমন, তা ঠেকাতে তেমন বেগই পেতে হয়নি আর্জেন্টাইন গোলরক্ষক রুলিকে।
এ পর্যন্ত জুভেন্তাস স্টেডিয়ামে একমুখি চলাচলই ছিল প্রায়। তবে দৃশ্যপট বদলে যায় ৭৮ মিনিটের এক পেনাল্টিতে। নিজেদের বক্সে ফাউল করে ভিয়ারিয়ালকে পেনাল্টি দিয়ে বসে জুভেন্তাস। জেরার্ড মরেনোর শটটা প্রায় রুখেই দিয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক ভয়চেখ সজ্যাসনি, তবে সেটা তার হাতে লেগে জড়ায় জালে। ১-০ গোলে পিছিয়ে পড়ে তুরিনের বুড়িরা।
এক গোলে পিছিয়ে গোলের জন্য সর্বাত্মক আক্রমণে ওঠে জুভেন্তাস। তাতে প্রতি আক্রমণও হজম করতে হয়েছে বেশ। ৮৫ মিনিটে তারই একটা শেষ হয় কর্নারে। সেখান থেকে পাও তরেসের গোলে বিদায়ঘণ্টা বেজে যায় জুভেন্তাসের।
তুরিনের দলটির কফিনে শেষ পেরেকটা ঠোকেন দানজুমা। অন্তিম সময়ে ডি বক্সে হ্যান্ডবলের দোষে পেনাল্টি দিয়ে বসে জুভেন্তাস। স্পট কিক থেকে দানজুমার গোলে ৩-০ গোলের হার আর বিদায় নিশ্চিত হয় দলটির। এর ফলে শেষ তিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলো জুভেন্তাস।
এমএসএম / এমএসএম
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড