ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত ও বঞ্চিত মানুষের নেতা : ইবি ভিসি


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২২ বিকাল ৫:৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, বঙ্গবন্ধু ছিলেন শোষিত, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের নেতা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দিবসটি উদযাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেশি বেশি জানতে হবে তাহলে ভবিষ্যৎতে চলার পথে কোন বাঁধা আসতে পারবে না। তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শিশুকাল থেকে স্কুলের গরীব শিক্ষার্থীদের প্রতি সদয় ছিলেন। তিনি ছাত্রজীবনেই ছাত্র সংগঠন গড়ে তোলেন। ফলে পরবর্তীতে নেতৃত্বের গুণাবলীর কারনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানীর মতো নেতার সান্নিধ্যে আসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক,খ, গ ক্যাটাগরিতে চিত্রাঙ্কন, রচনা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার। এসময় দিবসটি উদ্যাপন কমিটির আহবায়ক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি। এ সময় ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা, শাপলা ফোরাম, বিভিন্ন হল, বিভাগ, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বেগম খালেদা জিয়া হলে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি