ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

শিক্ষককে কারণ দর্শানোর নোটিস

ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কাঁচা বাদাম’ ও বিদেশি-হিন্দি গানের নাচ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২২ বিকাল ৫:২৫

পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মদিনে বিদেশি-হিন্দি গান ও ‘কাঁচা বাদাম’ গানের নাচে শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে স্থানীয় শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে এ নোটিস দেয়া হয়েছে বলে সূত্র জানায়।

এদিকে নোটিস প্রাপ্তির সাথে সাথেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রদিষ্ঠানের প্রধান দুঃখ প্রকাশ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত জবাব পাননি বলে নোটিস প্রদানকারী কর্মকর্তা জানিয়েছেন। 

ঈশ্বরদী উপজেলার সলিমপুরের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ‘কাঁচা বাদাম’ ও  হিন্দি গানের সঙ্গে ছাত্রীরা নাচ করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার স্বাক্ষরিত পত্রে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনিসুর রহমানকে এ নোটিস পাঠানো হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার মঙ্গলবার এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, গত রোববার পাঠানো নোটিসটিতে তিন কার্যদিবসের মধ্যে জবাা জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা হিন্দি গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

কারণ দর্শানোর নোটিস পাওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, আমাদের অজ্ঞাতসারে ছাত্রীরা ভুলবশত হিন্দি ও কাঁচা বাদাম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। তবে তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্রীরাও বিষয়টি নিয়ে কিন্তু  বেশ ভয়ে আছে।

নোটিস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস।

এমএসএম / জামান

কুমিল্লা-৯ সুন্নি মহাজোটের প্রার্থী চেয়ার মার্কার ব্যাপক গণসংযোগ

চেকপোস্টে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে