শিক্ষককে কারণ দর্শানোর নোটিস
ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কাঁচা বাদাম’ ও বিদেশি-হিন্দি গানের নাচ

পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মদিনে বিদেশি-হিন্দি গান ও ‘কাঁচা বাদাম’ গানের নাচে শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে স্থানীয় শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে এ নোটিস দেয়া হয়েছে বলে সূত্র জানায়।
এদিকে নোটিস প্রাপ্তির সাথে সাথেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রদিষ্ঠানের প্রধান দুঃখ প্রকাশ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত জবাব পাননি বলে নোটিস প্রদানকারী কর্মকর্তা জানিয়েছেন।
ঈশ্বরদী উপজেলার সলিমপুরের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ‘কাঁচা বাদাম’ ও হিন্দি গানের সঙ্গে ছাত্রীরা নাচ করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার স্বাক্ষরিত পত্রে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনিসুর রহমানকে এ নোটিস পাঠানো হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার মঙ্গলবার এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার পাঠানো নোটিসটিতে তিন কার্যদিবসের মধ্যে জবাা জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা হিন্দি গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিস পাওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, আমাদের অজ্ঞাতসারে ছাত্রীরা ভুলবশত হিন্দি ও কাঁচা বাদাম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। তবে তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্রীরাও বিষয়টি নিয়ে কিন্তু বেশ ভয়ে আছে।
নোটিস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস।
এমএসএম / জামান

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের
