আইপিএল এবার ‘নিরপেক্ষ টুর্নামেন্ট’
করোনাভাইরাসের সুরক্ষাজনিত কারণে আরও একবার ‘হোম-অ্যাওয়ে’ ভিত্তিতে ছাড়াই খেলা হবে আইপিএল। যে কারণে নিজেদের ঘরের মাঠের সুবিধা পাবে না কোনো দল। নির্দিষ্ট চারটি মাঠে হবে আসরের প্রথম রাউন্ডের ৭০টি ম্যাচ।
সবগুলো ম্যাচ হবে মুম্বাই ও পুনের চারটি স্টেডিয়ামে। মুম্বাইয়ের তিন স্টেডিয়াম ওয়াংখেড়ে, ডিওয়াই পাতিল ও ব্রাবোর্নে হবে প্রথম রাউন্ডের ৭০ ম্যাচ। পুনের এমসিএ মাঠে হবে ১৫টি।
প্রথম রাউন্ডে প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে খেলবে চারটি করে ম্যাচ। এছাড়া ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে খেলবে তিনটি করে ম্যাচ।
এই ফরম্যাটের আইপিএলকে নিরপেক্ষ টুর্নামেন্ট মানছেন সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ মাহেলা জয়াবর্ধনে। কেননা কোনো দলই নিজেদের হোম অ্যাডভান্টেজ নিতে পারবে না।
আসর শুরুর আগে সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেছেন, ‘আমাদের এটিকে নিরপেক্ষ টুর্নামেন্ট হিসেবে ধরতে হবে, সেরা ক্রিকেট খেলতে হবে এবং সবসময় জয়ের কথাই ভাবতে হবে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থেকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হবে।’
সরাসরি হোম অ্যাডভান্টেজ না পেলেও, নিজেদের ১৪ ম্যাচের ১১টিই মুম্বাইয়ের তিন মাঠে খেলতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে নিজ শহরে খেলার বিষয়টি বাড়তি কোনো সুবিধা দেবে না বলে মনে করেন অধিনায়ক রোহিত।
তিনি বলেছেন, ‘আমাদের এই দলটি নতুন, অনেক নতুন খেলোয়াড় এসেছে। প্রায় ৭০-৮০ ভাগ খেলোয়াড় আগে মুম্বাইয়ে খেলেনি। শুধু আমি, সুর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ইশান কিশান ও জাসপ্রিত বুমরাহ মুম্বাইয়ের মাঠে খেলেছি আগে। বাকিরা তেমন খেলেনি।’
প্রায় দুই বছর পর মুম্বাইয়ে খেলার সুযোগ পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ বিষয়ে রোহিত বলেন, ‘আমাদের বাড়তি কোনো সুবিধা নেই। প্রায় দুই বছর পর মুম্বাইয়ে খেলতে পারব আমরা। গত বছর অন্য দলগুলো মুম্বাইয়ে খেলার সুযোগ পেয়েছে, আমরা তা পাইনি।’
জয়াবর্ধনে বলেন, ‘আমার তো মনেও নেই শেষ কবে মুম্বাইয়ে খেলেছি! প্রায় আড়াই-তিন বছর হবে। অন্য দলগুলো এখানে অনেক খেলেছে। সেসব দল থেকে কয়েকজন খেলোয়াড় এসেছে আমাদের দলে। এটি হয়তো খানিক সুবিধা দিতে পারে।’
এমএসএম / এমএসএম
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড