যেভাবে শিক্ষার্থীরা খেলাধুলা করছে সেভাবেই করবে, জবি প্রশাসনকে ডিএসসিসির আশ্বাস

পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার মাঠে খেলবে শিক্ষার্থীরাই, মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণের জন্য বসানো পিলারগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বৈঠক শেষে এমনই আশ্বাস মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। সোমবার (২১ জুন) বিকাল ৩ টায় ঢাকা সিটি কর্পোরেশনে দক্ষিণ সিটি মেয়রের সভাকক্ষে দুইপক্ষের মধ্যকার এই সভা অনুষ্ঠিত হয়।
সিটি মেয়রের সাথে বৈঠকের অগ্রগতি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ' উনি বললেন, কোনো অসুবিধা নাই, শিক্ষার্থীরা খেলাধুলা করবে, পিলার সরাণোর ব্যবস্থা করবে।' বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে মাঠে পিলরা বসানোর বিষয়ে তিনি বলেন, 'মাঠটি আমাদের নামে রেজিস্ট্রেশন করা নেই। সিটি কর্পোরেশনের মাস্টারপ্ল্যানের একটি অংশ হিসেবে তারা মাঠ সংস্কার করে আরও উন্নত করবে। আমাদেরও খেলার সুযোগ থাকবে সেখানে। এখন যেভাবে শিক্ষার্থীরা খেলাধুলা করছে সেভাবেই করবে।' সভায় উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তাফা কামাল বলেন, 'আালোচনা হয়েছে, সিটি কর্পোরেশন মেয়র ছাড়াও, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আশ্বাস পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করবে।'
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিষ্টার ইঞ্জিনিয়ার ড. ওয়াহিদুজ্জামান, সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ছাড়াও প্রধান নির্বাহি, চিপ ইঞ্জিনিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে চলতি মাসের ৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে সাতটি স্থানে ছোট ছোট রড-সিমেন্ট দিয়ে পিলার বসানো হয়েছে। এনিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি রোববার (২১ জুন) ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ৭ একর জমির ওপর ধূপখোলা খেলার মাঠটিতে ১৯৮৪ সালে এরশাদের শাসনামলে তিন ভাগে ভাগ করা হয়। তার এক ভাগ দেয়া হয় তৎকালীন জগন্নাথ কলেজকে। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণ খেলার জন্য। মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার স্থান। যদিও এটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২ কি.মি দূরে অবস্থিত এবং মাঠটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নাম্বার ওয়ার্ডের আওতাধীন। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হয়। এখানে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাবর্তনও।
এমএসএম / এমএসএম

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ

আলোর মেলা গণ বিশ্ববিদ্যালয়ে: দীপাবলির রাতে প্রদীপের গল্প

২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল
Link Copied