ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

যেভাবে শিক্ষার্থীরা খেলাধুলা করছে সেভাবেই করবে, জবি প্রশাসনকে ডিএসসিসির আশ্বাস


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২১-৬-২০২১ রাত ৯:১৫
পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার মাঠে খেলবে শিক্ষার্থীরাই, মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণের জন্য বসানো পিলারগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বৈঠক শেষে এমনই আশ্বাস মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। সোমবার (২১ জুন) বিকাল ৩ টায় ঢাকা সিটি কর্পোরেশনে দক্ষিণ সিটি মেয়রের সভাকক্ষে দুইপক্ষের মধ্যকার এই সভা অনুষ্ঠিত হয়। 
 
সিটি মেয়রের সাথে বৈঠকের অগ্রগতি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ' উনি বললেন, কোনো অসুবিধা নাই, শিক্ষার্থীরা খেলাধুলা করবে, পিলার সরাণোর ব্যবস্থা করবে।' বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে মাঠে পিলরা বসানোর বিষয়ে তিনি বলেন, 'মাঠটি আমাদের নামে রেজিস্ট্রেশন করা নেই। সিটি কর্পোরেশনের মাস্টারপ্ল্যানের একটি অংশ হিসেবে তারা মাঠ সংস্কার করে আরও উন্নত করবে। আমাদেরও খেলার সুযোগ থাকবে সেখানে। এখন যেভাবে শিক্ষার্থীরা খেলাধুলা করছে সেভাবেই করবে।' সভায় উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তাফা কামাল বলেন, 'আালোচনা হয়েছে, সিটি কর্পোরেশন মেয়র ছাড়াও, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আশ্বাস পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করবে।' 
 
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিষ্টার ইঞ্জিনিয়ার ড. ওয়াহিদুজ্জামান, সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ছাড়াও প্রধান নির্বাহি, চিপ ইঞ্জিনিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
এরআগে চলতি মাসের ৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে সাতটি স্থানে ছোট ছোট রড-সিমেন্ট দিয়ে পিলার বসানো হয়েছে। এনিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি রোববার (২১ জুন) ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ৭ একর জমির ওপর ধূপখোলা খেলার মাঠটিতে ১৯৮৪ সালে এরশাদের শাসনামলে তিন ভাগে ভাগ করা হয়। তার এক ভাগ দেয়া হয় তৎকালীন জগন্নাথ কলেজকে। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণ খেলার জন্য। মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার স্থান। যদিও এটি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২ কি.মি দূরে অবস্থিত এবং মাঠটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নাম্বার ওয়ার্ডের আওতাধীন। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হয়। এখানে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাবর্তনও। 

এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর