ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রোনালদো বললেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১১:২৮

দলের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সুতোয়। প্লে অফ ফাইনালটা হেরে বসলে বিশ্বকাপে খেলা হবে না পর্তুগালের। সেটা হলে সম্ভাব্য ‘শেষ’ বিশ্বকাপটাও খেলা হবে না ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে পর্তুগালের এই মহারণের আগে দলনেতা রোনালদো অবশ্য বেশ আত্মবিশ্বাসী। রীতিমতো ঘোষণাই দিয়ে বসলেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না।

বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগাল রীতিমতো হতাশার একটা সময়ই কাটিয়েছে। সার্বিয়ার হাতে গ্রুপের শ্রেষ্ঠত্ব তুলে দিয়ে এখন তাদের খেলতে হচ্ছে বিশ্বকাপের প্লে অফ ফাইনালে।  

তবে এখানে ফের্নান্দো সান্তোসের দল অবশ্য শুরুটা করেছে ভালো। সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ককে। ফাইনালে ইতালির সঙ্গেই দেখা হওয়ার কথা ছিল। তবে ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করা উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এখন ফাইনালে খেলবে পর্তুগাল। 

ইতালি যে অঘটনের শিকার বনেছে, সে অঘটন যে নিজেদের সঙ্গে ঘটবে না, সে বিষয়ে রোনালদো বেশ আত্মবিশ্বাসী। তিনি বললেন, ‘পর্তুগালকে ছাড়া বিশ্বকাপই হবে না।’
ইতালির বিদায়ে যে অবাক হয়েছিলেন, সে বিষয়েও খোলাখুলিই বললেন পর্তুগাল অধিনায়ক, ‘আমরা অবাকই হয়ে গিয়েছিলাম। উত্তর মেসিডোনিয়া অনেক ম্যাচেই চমকে দিয়েছে।’ 

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে পর্তুগাল মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়ার। এই ম্যাচেও ইতালি ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না মেসিডোনিয়ানরা, অভিমত রোনালদোর। বললেন, ‘আমার মনে হয় না কাল আমাদের তারা চমকে দিতে পারবে। পর্তুগাল তাদের চেয়ে ভালো খেলবে, বিশ্বকাপেও জায়গা করে নেবে।’

তবে একটু এদিক ওদিক হলেই যে বিশ্বকাপের আশা শেষ হয়ে যাবে, সে বিষয়েও ভুলে যাচ্ছে না পর্তুগাল। রোনালদোর কথা, ‘আমরা জানি যদি আমরা জিতি তাহলে বিশ্বকাপে খেলব। নাহলে আমরা বিদায় নেব।’

এমন মুহূর্তে দলে ইতিবাচকতা আনাকে ‘দায়িত্ব’ বলে আখ্যা দিলেন রোনালদো। বললেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে ইতিবাচক হওয়া আর ম্যাচটা জেতা। আমি দেখছি আমাদের সবাই বেশ তৈরি, আর কাল নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

এমএসএম / এমএসএম

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের