ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সাভারে পাউবোর উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১:২১

ঢাকার সাভারে দুটি মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত প্রায় ৯ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জবরদখল করে রাখা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছে। সম্প্রতি এসব জমি উদ্ধারের বিষয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে উচ্ছেদ অভিযান বন্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা।

তবে ইতোমধ্যে জবরদখলকৃত জমি উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। বুধবার (আজ) উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পাউবোর জমি অবৈধ দখলমুক্ত করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের কোনো ধরনের নোটিস না দিয়ে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এলাকায় মাইকিং করেছে। বহু আগে এই জমি পানি উন্নয়ন বোর্ড মাটি কাটার জন্য রিকুইজিশন করলেও কোনো জমির মালিককে তারা টাকা প্রদান করেনি। এ ঘটনায় উচ্চ আদালতে দুটি মামলা চলমান রয়েছে। এরপরও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা আদেশের মাধ্যমে আমাদের ২০০ পরিবারকে উচ্ছেদের ঘোষণা দিয়েছে।

বাহাদুর ইসলাম ইমতিয়াজ নামে এক ব্যক্তি বলেন, আমাদের জীবন থাকতে এখানে উচ্ছেদ অভিযান চালাতে দেব না। আপনারা সবাই রাজি আছেন‍? এ সময় তার সাথে সা‍ঁয় দিয়ে কয়েকজন ভুক্তভোগী দখলে বাধা দেয়ার জন্য স্লোগান দেন। অন্যদিকে উচ্ছেদ ঠেকাতে কিছু কিছু বাড়ির দেয়ালে আদালতে রিট পিটিশন দায়ের করে স্থিতিতাবস্থার নোটিস সাঁটিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জাহিদ হোসেন নামে অপর ভুক্তভোগী বলেন, যাদের টাকা আছে তারা আদালতে রিট পিটিশন দায়ের করে উচ্ছেদ ঠেকানোর পরিকল্পনা করেছেন। আদালতের আদেশে যদি তাদের উচ্ছেদ না করা হয় তাহলে মামলা থাকা সত্ত্বেও আমাদের কেন উচ্ছেদ করা হবে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণপূর্বক ভিটেমাটি রক্ষায় তার হস্তক্ষেপ কামনা করছি।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুকূলে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ছোট বলিমেহের মৌজায় ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ও ৭৮ মোট সাতটি দাগে ৩১/৫৬-৫৭ এল.এ কেইসমূলে অধিগ্রহনকৃত ৫.৮৮ একর জমি এবং সাভার মৌজায় ৭৪৭, ৭৪৮,৭৪৯, ৭৫৭ ও ৭৫৯ মোট পাঁচটি দাগে ৩১/৫৬-৫৭ এল. এ কেইসমূলে অধিগ্রহনকৃত ২.৭২ একর জমি থেকে অবৈধ দখলদারগণকে উচ্ছেদের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঢাকা থেকে একটি আদেশ হয়েছে। ওই আদেশে উচ্ছেদকালীন সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ম্যাজিস্ট্রিরিয়াল দায়িত্ব পালনের জন্য সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে সাভার উপজেলার ছোট বলিমেহের মৌজায় পানি উন্নয়ন বোর্ড এর রেকর্ডকৃত ৫.৮৮ একর এবং সাভার মৌজায় ২.৭২ একর জমি একটি চক্র জোর পূর্বক জবর দখল করেছে। এসব জমির সি.এস, এস.এ, আর.এস এবং সর্বশেষ বিআরএস রেকর্ডও আমাদের নামে। সাভার সরকারী কলেজ সংলগ্ন অবৈধ দখলকৃত এসব জমি উদ্ধারে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আদেশ দেয়া হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এলাকায় মাইকিংও করেছি। শীঘ্রই এসব জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।

উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত জমি উদ্ধারের জন্য আগামী ৩০ মার্চ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে দখলদারকে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে পৌরসভা আমাদের বুলড্রোজার এবং লোকবল দিয়ে সহযোগিতা করবে। এছাড়া পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। নির্বিঘ্নে এবং কোনো রকম ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে আপনারদেরও সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

রেলপথে রংপুরের মানুষের দুর্ভোগ, দুটি ট্রেন তবুও টিকিট পেতে যুদ্ধ ‎

দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি