ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সাভারে পাউবোর উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১:২১

ঢাকার সাভারে দুটি মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত প্রায় ৯ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জবরদখল করে রাখা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছে। সম্প্রতি এসব জমি উদ্ধারের বিষয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে উচ্ছেদ অভিযান বন্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা।

তবে ইতোমধ্যে জবরদখলকৃত জমি উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। বুধবার (আজ) উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পাউবোর জমি অবৈধ দখলমুক্ত করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের কোনো ধরনের নোটিস না দিয়ে পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এলাকায় মাইকিং করেছে। বহু আগে এই জমি পানি উন্নয়ন বোর্ড মাটি কাটার জন্য রিকুইজিশন করলেও কোনো জমির মালিককে তারা টাকা প্রদান করেনি। এ ঘটনায় উচ্চ আদালতে দুটি মামলা চলমান রয়েছে। এরপরও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা আদেশের মাধ্যমে আমাদের ২০০ পরিবারকে উচ্ছেদের ঘোষণা দিয়েছে।

বাহাদুর ইসলাম ইমতিয়াজ নামে এক ব্যক্তি বলেন, আমাদের জীবন থাকতে এখানে উচ্ছেদ অভিযান চালাতে দেব না। আপনারা সবাই রাজি আছেন‍? এ সময় তার সাথে সা‍ঁয় দিয়ে কয়েকজন ভুক্তভোগী দখলে বাধা দেয়ার জন্য স্লোগান দেন। অন্যদিকে উচ্ছেদ ঠেকাতে কিছু কিছু বাড়ির দেয়ালে আদালতে রিট পিটিশন দায়ের করে স্থিতিতাবস্থার নোটিস সাঁটিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জাহিদ হোসেন নামে অপর ভুক্তভোগী বলেন, যাদের টাকা আছে তারা আদালতে রিট পিটিশন দায়ের করে উচ্ছেদ ঠেকানোর পরিকল্পনা করেছেন। আদালতের আদেশে যদি তাদের উচ্ছেদ না করা হয় তাহলে মামলা থাকা সত্ত্বেও আমাদের কেন উচ্ছেদ করা হবে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণপূর্বক ভিটেমাটি রক্ষায় তার হস্তক্ষেপ কামনা করছি।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুকূলে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ছোট বলিমেহের মৌজায় ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ও ৭৮ মোট সাতটি দাগে ৩১/৫৬-৫৭ এল.এ কেইসমূলে অধিগ্রহনকৃত ৫.৮৮ একর জমি এবং সাভার মৌজায় ৭৪৭, ৭৪৮,৭৪৯, ৭৫৭ ও ৭৫৯ মোট পাঁচটি দাগে ৩১/৫৬-৫৭ এল. এ কেইসমূলে অধিগ্রহনকৃত ২.৭২ একর জমি থেকে অবৈধ দখলদারগণকে উচ্ছেদের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঢাকা থেকে একটি আদেশ হয়েছে। ওই আদেশে উচ্ছেদকালীন সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ম্যাজিস্ট্রিরিয়াল দায়িত্ব পালনের জন্য সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে সাভার উপজেলার ছোট বলিমেহের মৌজায় পানি উন্নয়ন বোর্ড এর রেকর্ডকৃত ৫.৮৮ একর এবং সাভার মৌজায় ২.৭২ একর জমি একটি চক্র জোর পূর্বক জবর দখল করেছে। এসব জমির সি.এস, এস.এ, আর.এস এবং সর্বশেষ বিআরএস রেকর্ডও আমাদের নামে। সাভার সরকারী কলেজ সংলগ্ন অবৈধ দখলকৃত এসব জমি উদ্ধারে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আদেশ দেয়া হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এলাকায় মাইকিংও করেছি। শীঘ্রই এসব জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।

উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত জমি উদ্ধারের জন্য আগামী ৩০ মার্চ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে দখলদারকে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে পৌরসভা আমাদের বুলড্রোজার এবং লোকবল দিয়ে সহযোগিতা করবে। এছাড়া পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। নির্বিঘ্নে এবং কোনো রকম ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে আপনারদেরও সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ