ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মেসির কাণ্ডে রেগেমেগে আগুন স্ত্রী অ্যান্তোনেল্লা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১২:১

ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলার তিনি। তবে মাঠের বাইরে লিওনেল মেসির সময়টা কাটে কেবল স্ত্রী-সন্তানদের সঙ্গেই। পিএসজির সবশেষ ম্যাচ শেষে তেমনই একটা সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে তখনই এমন একটা কাজ করে বসলেন, তাতে তার স্ত্রী রীতিমতো রেগেমেগে আগুন!

সম্প্রতি এক অবসরে সন্তানদের সঙ্গে ফুটবল খেলছিলেন মেসি। সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করেছিলেন তার স্ত্রী। মেসির কাণ্ডটা তার ক্যামেরা তো এড়ায়ইনি, তার চোখও এড়ায়নি একটু। তাতেই বিশেষ বার্তা দিয়ে নিজের রাগটা প্রকাশ করলেন অ্যান্তোনেল্লা।

তিন ছেলে থিয়াগো, মাতেও ও কিরোর সঙ্গে অবসরে ফুটবল খেলছিলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। যেখানে ছোট ছেলে কিরোর সঙ্গে এক দলে ছিলেন মেসি, অন্য দলে তার দুই ছেলে থিয়াগো ও মাতেওকে রেখে। সেই ম্যাচের এক পর্যায়ে মেসি তার কিরোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে বিপক্ষের গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন। তবে গোল দেননি, পাস বাড়িয়ে দিয়েছিলেন সন্তানের দিকে। তবে কিরোও তাকে বল ফেরত দেয় ফিরতি পাসে। 

এটা অবশ্য একবার ঘটেনি। সেই ভিডিওতেই দেখা যায় মেসি আরও বারদুয়েক পাস দিয়েছিলেন কিরোকে, তবে ৪ বছর বয়সী কিরো গোল করতে পারেনি। তারই একটার সুযোগ নিয়ে থিয়াগো আর মাতেও বল নিয়ে ছোটে মেসিদের গোলপোস্টের দিকে। তখনই মেসি দারুণ দক্ষতায় বল কেড়ে নেন তাদের থেকে। এরপর প্রতিপক্ষ গোলপোস্টে এসে পাস দেন কিরোকে, তার ফিরতি পাস আবার ফাঁকায় পেয়ে যায় মেসিকে। আলতো ছোঁয়ায় করেন গোল। 

সেই খেলার ভিডিওই মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা প্রকাশ করেন ইনস্টাগ্রামে। শুধু পোস্ট করেই অবশ্য ক্ষান্ত হননি অ্যান্তোনেল্লা। রাগী মুখের ইমোজি জুড়ে দিয়েছেন সেই ইনস্টাগ্রাম স্টোরিতে। লিখেছেন,‘বাচ্চাদের জিততে দাও’। সেই ম্যাচের মতো মেসি অবশ্য গোল করেছেন পিএসজির সবশেষ ম্যাচেও। কিলিয়ান এমবাপের পাস থেকে বল জড়িয়েছেন লরিয়েঁর জালে। এমবাপে আর নেইমার করেছেন দুই গোল। তাতে পিএসজিও জয় পেয়েছে ৫-১ ব্যবধানে।

এমএসএম / এমএসএম

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের