ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

প্রতিবন্ধী ভাতা ন্যূনতম ২ হাজার এবং চাকরিতে সমঅধিকারসহ ৭ দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৪-২০২২ রাত ১০:৩০

২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২ হাজার টাকা এবং চাকরিতে সমঅধিকারসহ ৭ দফা দাবিতে বুধবার ( ৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড়ের মোড়ে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের (ডিপিও) উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টি- প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র ও বি-স্ক্যান এর সভাপতি সাবরিনা সুলতানা। কৃষ্টির সাধারন সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও)এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতে লিখিত বক্তব্য ও ৭ দফা দাবি উত্থাপন করা হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫-০৬ সাল থেকে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার প্রচলন করেন। সর্বশেষ নিবন্ধিত প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২৫ লক্ষ ১৪ হাজার ৯৯০ জন হলেও ২০২১-২২ অর্থবছরে মোট ২০ লক্ষ ৮ হাজার মানুষ মাসে ৭৫০  টাকা করে ভাতা পাচ্ছে। সরকারের বিভিন্ন পরিকল্পনায় ভাতা বৃদ্ধির কথা উল্লেখ থাকলেও গত চার বছরে আমাদের ভাতা বৃদ্ধি করা হয়নি। বক্তারা জোর দিয়ে বলেন, কেবল আশ্বস্ত নয় আগামি বাজেটেই প্রতিবন্ধী মানুষদের ভাতা ন্যুনতম ২০০০ টাকা করতে হবে।  
বক্তারা আরো বলেন, সামাজিক সুরক্ষায় একজনকে একটির বেশি সুবিধা দেওয়া যাবে না এই নীতির কারণে  ভাতা প্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত ঔষধ সেবন, থেরাপি গ্রহণ, বিশেষ প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন হয়। এই সকল আনুষাঙ্গিক বিষয় বেশীরভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে  বহন করা সম্ভব নয়। বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন সচল রাখা এবং তাদের দৈনন্দিন মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা দুটোই  নিশ্চিত করার দাবি জানান।  

সমাবেশে উত্থাপিত প্রতিবন্ধী সংগঠন সমূহের ৭ দফা দাবিগুলো হচ্ছে ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যুনতম দুই হাজার টাকা, শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা, উভয়ই নিশ্চিত করা, অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন, বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান রাখা,  সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য রাখা, অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতর বাস্তবায়ন, প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ রাখার দাবী জানানো হয়েছে।

 সমাবেশের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ৭ এপ্রিল দুপুর ১২টায় আয়োজকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন- কোস্টাল ডিপিও অ্যালায়েন্স-আনোয়ারার সাংগঠনিক সম্পাদক হাসান মনছুর, চাঁদগাও প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শিউলি চক্রবর্তী, চন্দনাইশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রওশন চৌধুরী, বাংলাদেশ শ্রবন প্রতিবন্ধী ক্রিয়া ফেডারেশনের সহ-সভাপতি ফিরোজ আহমেদ, রাইট একশন ফর ডিজেবিলিটি(র‌্যাড) এর সাধারণ সম্পাদক এ্যাড নুরজাহান, চট্টগ্রাম বধির উন্নয়ন সঙ্ঘ এর সাধারণ সম্পাদক নিমাই বনিক, অ্যালেয়েন্স অব আরবান ডিপিও (এইউডিসি)এর সহ সভাপতি আলী আহমেদ, চট্টগ্রাম বিভাগ শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ফরিদ  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে আরো উপস্থিত সংগঠন সমূহ, প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি), চট্টগ্রাম বধির সংঘ, ডিডিআরসি, বাকলিয়া প্রতিবন্ধী ব্যক্তির স্ব-সহায়ক দল, বন্দরটিলা প্রতিবন্ধী ব্যক্তির স্ব-সহায়ক দল, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এজেন্সিস (এডাব), সেন্টার ফর ডিজএ্যবলস কনসার্ন (সিডিসি), ব্রাইট বাংলাদেশ ফোরাম, ইউনাট থিয়েটার ফর সোস্যাল অ্যাকশন-উৎস,সংশপ্তক, যুগান্তর,নওজোয়ান,পরশ,উপকূল সমাজ উন্নয়ন সংস্থা,মেন্টাল হেলথ এডভোকেসি এসোসিয়েশন,চট্টগ্রাম বাক ও শ্রবন প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্র, প্রভৃতি।

এমএসএম / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা