ডারবানের ট্র্যাজেডি ভুলে পোর্ট এলিজাবেথে নতুন ইতিহাস রচনা করতে পারবে কি বাংলাদেশ!
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। এবারের সফরে প্রথম টেস্টে অবশ্য জয়ের সুযোগ এসেছিল টাইগারদের সামনে। কিন্তু সেই স্বপ্নও ধুলিসাৎ করে দেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তবে পরিসংখ্যান কি বলছে ! এ পর্যন্ত আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ৭ টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার সবগুলোতেই বড় ব্যাবধানে হেরেছে টাইগাররা। তার মধ্যে ৫টিতেই ইনিংস ব্যাবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইনিংস ও ১০৭ রানের ব্যবধানে হেরে যায়। এরপর একই বছর সেনওয়েস পার্কে ইনিংস ও ১৬০ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা। ২০০৮ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ১২৯ রানে পরাজিত হয় বাংলাদেশ। একই বছর সুপারস্পোর্ট পার্কেও ইনিংস ও ৪৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। ২০১৭ সালে সেনওয়েস পার্কে ইনিংস ব্যবধানে না হারলেও ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একই বছর ওভালে আবারো ইনিংস ও ২৫৪ রানের হারের লজ্জা দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর এবারের সফরেও ২২০ রানের বিশাল ব্যবধানে টাইগারদের হার। এসব দুঃখের স্মৃতি ভুলে বাংলাদেশ কী পারবে পোর্ট এলিজাবেথে ইতিহাস রচনা করতে! পরিসংখ্যান বলছে; পোর্ট এলিজাবেথে ৩১ টি টেস্টের মধ্যে মাত্র ১৩ টেস্টে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা; ড্র হয়েছে ৫ টি টেস্ট। তবে পোর্ট এলিজাবেথে সবশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ই হয়তো টাইগারদের বাড়তি আত্মবিশ^াস যোগাবে। ২০১৯ সালে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সবশেষ ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই পোর্ট এলিজাবেথেই ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
ডারবানে যে টেস্টে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেটিই কিনা পরিণত হলো ২২০ রানের বিশাল এক পরাজয়ের গল্পে!
প্রথম টেস্টের ৫ম ও শেষ দিনের শুরুটা মুশফিকে, আর শেষটা তাসকিনে। কেশভ মহারাজের করা ৫ম বলটা ছিল আর্মার; সাথে গতিও ছিল। মুশফিক খেলতে পারলেন না। বল গিয়ে লাগলো মুশির প্যাডে। শেষ রক্ষার জন্য অবশ্য রিভিউ নিয়েছিলেন মুশফিক। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ দিনের গল্পটা ছিল মাত্র প্রায় এক ঘন্টার। এই এক ঘন্টায় দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ উৎসব করেছে পাঁচ বার। মহারাজ ও সাইমন হারমারের সামনে এক ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতে মাত্র ১৩ ওভারেই তছনছ হয়ে গেছে টাইগার শিবির। পুরো ইনিংস হিসাব করলে মাত্র ১৯ ওভার। বাংলাদেশ অলআউট মাত্র ৫৩ রানে। ২২০ রানের হার; তার সঙ্গে আবার নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের তিক্ত স্বাদ। আর বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্নটা পরিণত হলো ২২০ রানের এক পরাজয়ের গল্পে। তবে সেই পরাজয়ের গল্প ভুলে পোর্ট এলিজাবেথে নতুন ইতিহাস গড়তে পারবে কী বাংলাদেশ! সেটিই এখন দেখার অপেক্ষা।
এমএসএম / এমএসএম
‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ
বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ
টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ
ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক
অবশেষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াডে শামীম
একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি
সাইফুদ্দিন ঝড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়
বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়
ফেনীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইনজুরি নিয়েও গোল করলেন, করালেন নেইমার
সৌদি আরবে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট
বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড