ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ডারবানের ট্র্যাজেডি ভুলে পোর্ট এলিজাবেথে নতুন ইতিহাস রচনা করতে পারবে কি বাংলাদেশ!


আহমেদ হৃদয় photo আহমেদ হৃদয়
প্রকাশিত: ৭-৪-২০২২ বিকাল ৬:১১

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো পর্যন্ত কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। এবারের সফরে প্রথম টেস্টে অবশ্য জয়ের সুযোগ এসেছিল টাইগারদের সামনে। কিন্তু সেই স্বপ্নও ধুলিসাৎ করে দেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তবে পরিসংখ্যান কি বলছে ! এ পর্যন্ত আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ৭ টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার সবগুলোতেই বড় ব্যাবধানে হেরেছে টাইগাররা। তার মধ্যে ৫টিতেই ইনিংস ব্যাবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইনিংস ও ১০৭ রানের ব্যবধানে হেরে যায়। এরপর একই বছর সেনওয়েস পার্কে ইনিংস ও ১৬০ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা। ২০০৮ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ১২৯ রানে পরাজিত হয় বাংলাদেশ। একই বছর সুপারস্পোর্ট পার্কেও ইনিংস ও ৪৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। ২০১৭ সালে সেনওয়েস পার্কে ইনিংস ব্যবধানে না হারলেও ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একই বছর ওভালে আবারো ইনিংস ও ২৫৪ রানের হারের লজ্জা দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর এবারের সফরেও ২২০ রানের বিশাল ব্যবধানে টাইগারদের হার। এসব দুঃখের স্মৃতি ভুলে বাংলাদেশ কী পারবে পোর্ট এলিজাবেথে ইতিহাস রচনা করতে! পরিসংখ্যান বলছে; পোর্ট এলিজাবেথে ৩১ টি টেস্টের মধ্যে মাত্র ১৩ টেস্টে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা; ড্র হয়েছে ৫ টি টেস্ট। তবে পোর্ট এলিজাবেথে সবশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ই হয়তো টাইগারদের বাড়তি আত্মবিশ^াস যোগাবে। ২০১৯ সালে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সবশেষ ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই পোর্ট এলিজাবেথেই ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।  

ডারবানে যে টেস্টে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেটিই কিনা পরিণত হলো ২২০ রানের বিশাল এক পরাজয়ের গল্পে!
প্রথম টেস্টের ৫ম ও শেষ দিনের শুরুটা মুশফিকে, আর শেষটা তাসকিনে। কেশভ মহারাজের করা ৫ম বলটা ছিল আর্মার; সাথে গতিও ছিল। মুশফিক খেলতে পারলেন না। বল গিয়ে লাগলো মুশির প্যাডে। শেষ রক্ষার জন্য অবশ্য রিভিউ নিয়েছিলেন মুশফিক। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ দিনের গল্পটা ছিল মাত্র প্রায় এক ঘন্টার। এই এক ঘন্টায় দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ উৎসব করেছে পাঁচ বার। মহারাজ ও সাইমন হারমারের সামনে এক ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতে মাত্র ১৩ ওভারেই তছনছ হয়ে গেছে টাইগার শিবির। পুরো ইনিংস হিসাব করলে মাত্র ১৯ ওভার। বাংলাদেশ অলআউট মাত্র ৫৩ রানে। ২২০ রানের হার; তার সঙ্গে আবার নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের তিক্ত স্বাদ। আর বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্নটা পরিণত হলো ২২০ রানের এক পরাজয়ের গল্পে। তবে সেই পরাজয়ের গল্প ভুলে পোর্ট এলিজাবেথে নতুন ইতিহাস গড়তে পারবে কী বাংলাদেশ! সেটিই এখন দেখার অপেক্ষা।

এমএসএম / এমএসএম

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের