ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মিষ্টি কুমড়ার পায়েস তৈরির রেসিপি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১২:৫৪

সারাদিনের রোজা শেষে ইফতারে ক্লান্ত লাগা স্বাভাবিক। এ সময় মিষ্টিজাতীয় খাবার আপনার শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে। তাই ইফতারে ভাজাপোড়া জাতীয় খাবার না খেয়ে এর বদলে এমন কিছু খান, যেগুলো স্বাস্থ্যকর এবং সেই সঙ্গে শক্তি জোগাতে কাজ করে। ইফতারের জন্য তৈরি করতে পারেন মিষ্টি কুমড়ার পায়েস।

আসুন জেনে নেয়া যাক মিষ্টি কুমড়ার পায়েস তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে : মিষ্টি কুমড়া গ্রেট করে নেয়া- ৩ কাপ, ঘন দুধ- ২ লিটার, ছানা- ১ কাপ, গুঁড়া দুধ- ২ কাপ, চিনি- স্বাদমতো, এলাচ ও দারুচিনির গুঁড়া- সামান্য।

যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে দুধ নিয়ে জ্বাল করে নিন। দুধ ঘন হয়ে এলে তাতে গুঁড়া দুধ সামান্য পানিতে গুলে মিশিয়ে দিন। এবার এতে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর মেশান চিনি। চিনি থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে দিয়ে দিন গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচ ও কাজু-পেস্তা কুচি। এবার হালকা আঁচে রান্না করুন। এভাবে ১৫-২০ মিনিট রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জামান / জামান