ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

অধিনায়কত্বই কী মমিনুলের অভিশাপ !


আহমেদ হৃদয় photo আহমেদ হৃদয়
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ১১:২৮

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম একটা ভরসার নাম ছিল মমিনুল হক সৌরভ। টেস্টে অভিষেক হওয়ার পর ধারাবাহিক পারফরম্যান্সে ক্রিকেট বিশে^ সারা জাগিয়েছিলেন এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে তার নামের পাশে তৈরি হয়েছিল এক আস্থার প্রতীক। ক্রিজে ব্যাটিং করতে আসলে অন্তত একটু স্বস্তি মিলতো। আর জায় হোক, কোনো অঘটন না ঘটলে মমিনুলকে আউট করা এত সহজ নয়। কিন্তু সেই মমিনুলকে নিয়েই আজ এত সমালোচনা। শুধু তার পারফরম্যান্সই নয়; সমালোচনার তুঙ্গে এখন তার অধিনায়কত্ব। ডারবানে প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তই বা কেন নিলেন মমিনুল তা নিয়েও সমালোচনা কম হয়নি। তবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যে ইতিহাস গড়তে চেয়েছিল টাইগাররা; সেই ইতিহাস গড়া না হলেও আরো একটি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ঠিকই মমিনুলের দল। এই মাঠে ভারতকে মুক্তি দিয়ে নিজেরাই এখন সর্বনিম্ন রানের ইতিহাসে। নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ হলেও, ডারবানের কিংসমিডে ঠিকই সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় পড়েছে বাংলাদেশ। এই মাঠে ১৯৯৬ সালের ডিসেম্বরে ৬৬ রানে অলআউট হয়েছিল ভারত। প্রায় ২৬ বছর পর তাদের মুক্তি দিয়ে ৫৩ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। এদিকে দ্বিতীয় টেস্টেও সমালোচনায় মমিনুলের অধিনায়কত্ব। টেস্টে ভালো পিচে বোলারদের সুযোগ আসে কালেভদ্রে। দ্বিতীয় টেস্টের ইনিংসের তৃতীয় ওভারেই সুযোগ তৈরি করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু মুমিনুলের রিভিউ নেয়ার সিদ্ধান্ত নিতে নিতেই কেটে গেল আইসিসির বেধে দেওয়া ১৫ সেকেন্ড। পরে রিপ্লেতে দেখা যায় যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আউট ছিলেন। মমিনুলের এই সিদ্ধান্তহীনতা তার অধিনায়কত্ব নিয়ে আরো বেশি সমালোচনার সৃষ্টি করেছে। এবার আসা যাক তার ব্যাটিংয়ে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে প্রথম ইনিংসেই শূণ্য রানে ফেরেন মমিনুল। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ২ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ রানে আউট হন মমিনুল। তবে টেস্টে মমিনুলের এত বাজে পারফরম্যান্স কেন তা নিয়েও রয়েছে প্রশ্ন।  
২০১৩ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার গলে তাদের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মমিনুলের। সেই অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পান মমিনুল। প্রথম ইনিংসে ৮৩ বল খেলে করেন ৫৫ রান। সেই ম্যাচেই মুশফিকুর রহিম করেছিলেন ডাবল সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলের ইনিংস থেমেছিল ১৯০ রানে। নাসির হোসেনও ১৫১ বল থেকে করেন ১০০ রান। সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি মমিনুলকে। একের পর এক ধারাবাহিক ইনিংস খেলে নজর কাড়ে ক্রিকেট বিশে^র। ২০১৩ সালে ৯ ইনিংসে ৫৮৪ রান আসে মমিনুলের ব্যাট থেকে। সে বছর তার ব্যাটিং গড় ছিল ৮৩.৪। ঐ বছরই ক্যারিয়ার সেরা ১৮১ রানের একটি ইনিংস খেলেন মমিনুল। ৯ ইনিংসে ২ ফিফটির পাশে ছিল দুটি সেঞ্চুরি। পরের বছরটাও একেবারে খারাপ যায়নি মমিনুলের। ২০১৪ সালে ৫১.২ গড়ে ১৪ ইনিংসে মমিনুলের ব্যাট থেকে আসে ৬১৪ রান। ৫ অর্ধশতকের পাশে সে বছরও করেন দুটি সেঞ্চুরি। এরপর কিছুটা থমকে যায় মমিনুলের ব্যাট। ২০১৫ সালে ইনিংস খেলেন ৭টি। ৩৬.৯ গড়ে সে বছর তার ব্যাট থেকে রান আসে মাত্র ২৫৮। অর্ধশতক ছিল দুটি। ২০১৬ সালেও হাসেনি মমিনুলের ব্যাট। ৪ ইনিংসেও তিন অঙ্কের কোটা পেরোতে পারেনি মমিনুল। সে বছর ২৩.৫৮ গড়ে রান করেন মাত্র ৯৪। অর্ধশতক ছিল একটি। ২০১৭ সালটাও কেটেছে আগের বছরের মতোই। আগের বছরের ব্যাটিং গড়ের চেয়ে সে বছর খুব একটা উন্নতি করতে পারেনি মমিনুল। ইনিংস খেলেছেন ১২টি। ব্যাটিং গড় ছিল ২৪.২। সব মিলিয়ে সে বছর তার ব্যাট থেকে মোট রান আসে ২৯০। ১২ ইনিংসে মাত্র দুটি অর্ধশতক ছিল তার। প্রায় চার বছর পর ২০১৮ সালে আবারও পুরোনো রূপ ফিরে পায় মমিনুল। সে বছর ১৫ ইনিংসে রান করেন ৬৭৩। তার ব্যাটিং গড়ও ছিল ৪৪.৯। ২০১৮ সালে মমিনুল ৪ টি সেঞ্চুরির দেখা পান। সে বছরই তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬ রানের একটি ইনিংস খেলেন তিনি। তবে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেন এর পরের বছর। ২০১৯ সালে মমিনুল ইনিংস খেলেন ১০টি। সে বছর ক্যারিয়ারের সবচেয়ে কম ব্যাটিং গড় ছিল মমিনুলের। ১৪.৪ গড়ে সে বছর মমিনুল রান করেন মাত্র ১৪৪। সাথে ছিল মাত্র একটি অর্ধশতক। ২০২০ সালে মমিনুল মাত্র তিনটি ইনিংস খেলার সুযোগ পান। ৬৭.৭ গড়ে সে বছর মমিনুল মোট রান করেন ২০৩। একটি সেঞ্চুরিও ছিল সে বছর। ২০২১ সালটাও একেবারে খারাপ কাটেনি মমিনুলের। ১৩ ইনিংসে তার ব্যাট থেকে মোট রান আসে ৫০১। দুটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি হাফসেঞ্চুরি। চলতি বছরটাও খুব একটা ভাল যাচ্ছে না মমিনুলের। এ পর্যন্ত ইনিংস খেলেছেন ৬টি। ২৮.০ গড়ে রান করেছেন ১৪০। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র একটি। তবে মমিনুলের এমন হাল হওয়ার আসল কারণ কী! যখন তিনি অধিনায়ক ছিলেন না, তখন হয়তো মমিনুলের এত খারাপ অবস্থা ছিল না। অধিনায়ক না থাকা অবস্থায় ৬৭ ইনিংসে মমিনুলের ব্যাটিং গড় ছিল ৪১.৪৮। আর অধিনায়ক হওয়ার পর তার ব্যাটিং গড় কমে নেমে আসে ৩৭.০৮-এ। তাহলে কী অধিনায়কত্বই মমিনুলের ব্যাটিংয়ের অভিশাপ!

এমএসএম / এমএসএম

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের