কেমন হবে পহেলা বৈশাখের সাজ?

আর মাত্র কয়েক দিন পরেই পহেলা বৈশাখ। সব বাঙালির কাছেই ঐতিহ্যবাহী বর্ষবরণের দিনটি। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষ নানা জাকজমকতার মধ্য দিয়ে পালিত হয়। তবে করোনার কারণে বিগত দুই বছর বাঙালি সেভাবে পালন করতে পারেনি পহেলা বৈশাখ। তবে এবার বেশ ঘটা করেই বর্ষবরণ পালিত হতে চলেছে। বর্ষবরণে লাল-সাদা পেশাকে নারী-পুরুষ শিশু-কিশোর সবাইকে উৎসব বরণ করতে দেখা যায়।
বাংলা নববর্ষের প্রথম দিনের উৎসবে শাড়ি কিংবা পাঞ্জাবিই বেছে নেন এদেশের অধিকাংশ মানুষ। অনেকে আবার সালোয়ার কামিজ কিংবা পশ্চিমা পোশাকও বেছে নেন পহেলা বৈশাখ উদযাপনে।
পহেলা বৈশাখের পোশাকে রঙের পাশাপাশি উঠে আসে বাঙালি ঐতিহ্যবাহী মোটিফ আর কারুকার্য। এসব পোশাকে বাঘের মুখাবয়ব, মাটির পুতুল, পেঁচা, পালকি, নাকে নথ পরা ঘোমটা পরা বউয়ের মুখ, আলপনার ডিজাইন ইত্যাদি উঠে আসে।
এখন আবার ফ্যাশন ডিজাইনাররা সারা দেশ ঘুরে ঘুরে ঐতিহ্যবাহী স্থাপনা খুঁজে বের করে তার নকশাও তুলে ধরছেন বৈশাখের পোশাক ডিজাইন করার সময়। এখন শুধু লাল-সাদা নয়; বরং বিভিন্ন রং যেমন-কমলা, মেরুন, সাদা, অফ হোয়াইট, সবুজসহ বিভিন্ন রঙের পোশাক বেছে নেন সবাই। তবে যে পোশাকই পরুন না কেন তা যেন হয় স্বস্তিদায়ক।
গরমে ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক বেছে নিন। যেহেতু এখন গরম তাই সুতির পোশাক বেছে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বৈশাখের সাজ পোশাক কেমন হবে জেনে নিন-
>> গরমে সুতি কাপড়ের বিকল্প নেই। তাই বাঙালিয়ানা সাজ ফুটিয়ে তুলতে সুতির শাড়ি পরতে পারেন। বৈশাখী সাজে সুতি শাড়ি ছাড়াও সিল্ক, মসলিন, জামদানি পরতে পারেন।
>> শাড়ি একেবারেই সাদামাটা হলে বাহারি নকশার ব্লাউজ পরতে পারেন। ব্লক, বাটিক, গামছা চেকসহ বড় ফুলেল প্রিন্টের ব্লাউজ পরতে পারেন।
>> বর্তমানে রেডি শাড়িও পাওয়া যাচ্ছে। চাইলে পছন্দের কোনো রেডি শাড়ি পরতে পারেন। এক্ষেত্রে শাড়ির পড়ার ঝক্কি পোহাতে হবে না।
>> শাড়িতে আরামবোধ না করলে সালোয়ার-কামিজ, কুর্তি বা টপস পরতে পারেন। বর্তমানে স্কার্টও হাল ফ্যাশনে জায়গা করে নিয়েছে। পছন্দের রঙের স্কার্ট ও টপসও পরতে পারেন।
>> বর্তমানে বিভিন্ন ফ্যাশন হাউজে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্কও পাওয়া যাচ্ছে। শাড়ি বা কামিজ যা-ই পরুন না কেন সঙ্গে ম্যাচিং মাস্ক পরতে পারেন।
>> আবার কাপল ড্রেসও পরতে পারেন দম্পতিরা। পুরুষের পাঞ্জাবি আর নারীর শাড়ি ম্যাচিং করে বিক্রি হয় অনলাইনসহ বিভিন্ন ফ্যাশন হাউজে। চাইলে ম্যাচিং কাপল ড্রেসও পরতে পারেন বর্ষবরণে।
>> পুরুষরা এদিন বেছে নিতে পারেন পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া, শার্ট ইত্যাদি পরতে পারেন। ফতুয়া পরলে গলায় বা মাথায় একটি গামছাও পরতে পারেন।
>> পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিশুদেরও বাহারি পোশাক পরাতে পারেন।
জামান / জামান

অফিসে দীর্ঘ সময় বসে থাকলে কি হরমোনের ভারসাম্য নষ্ট হয়

মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার
