ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আর্জেন্টাইন পচেত্তিনো নন, ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন টেন হ্যাগ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১১:৩৭

আয়াক্স আমস্টারডামের কোচ এরিক টেন হ্যাগকে নিজেদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, চূড়ান্ত না হলেও বিষয়টা নিয়ে দুই পক্ষই মৌখিক সম্মতিতে পৌঁছে গেছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমের শুরুতে চার বছরের চুক্তিতে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন ৫২ বছর বয়সী এই কোচ। তবে এর আগে ইউনাইটেডকে আরও একটা বাধা পেরোতে হবে। আয়াক্স আমস্টারডামের সঙ্গে তার চুক্তি আছে আগামী বছরের জুন মাস পর্যন্ত। ইউনাইটেডের সঙ্গে টেন হ্যাগের যোগাযোগের বিষয়টা ডাচ চ্যাম্পিয়নরাও জানে ভালোভাবেই। ধারণা করা হচ্ছে, ডাচ এই কোচকে দলে টানতে হলে তাই দলবদলের অর্থ দিয়েই টানতে হবে, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রে যেমন দিতে হয়। 

ইংলিশ সংবাদ মাধ্যমের খবর, দুই পক্ষ প্রাথমিকভাবে সম্মত হয়ে গেলেও কোনো লিখিত চুক্তি, কিংবা ঘোষণা আগামী ১৭ এপ্রিলের আগে আসছে না। সেই রাতে আয়াক্স ডাচ কাপের ফাইনালে খেলবে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে। আয়াক্স ও টেন হ্যাগ দুই পক্ষের প্রতি সম্মান দেখিয়েই সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে ইউনাইটেড। 

ডাচ এই কোচের সঙ্গে সব কথা পাকাপাকি হয়ে গেলেও তার সহকারী কে হবেন, কোচিং স্টাফ হিসেবেই বা থাকবেন কারা, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দুই পক্ষ। অ্যাথলেটিক জানাচ্ছে, ১৭ এপ্রিলের আগে সে সব চূড়ান্ত করার কাজটি সারবে দুই পক্ষ। 

থিয়েটার অফ ড্রিমসে টেন হ্যাগ এসে র‍্যালফ র‍্যাংনিকের জায়গাটা নেবেন। জার্মান এই কোচ গেল নভেম্বরে ওলে গুনার সোলশায়ার বরখাস্ত হওয়ার পর থেকে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন৷ 

ডাচ টেন হ্যাগের সঙ্গে অবশ্য আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোও ছিলেন দলটির কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন৷ তবে দলটির কর্তারা সে ভাবনা থেকে সরে এসেছেন শেষতক। 

২০১৭ সালের ডিসেম্বরে টেন হ্যাগ যোগ দিয়েছিলেন আয়াক্সে। এর আগে তিনি বায়ার্ন মিউনিখের রিজার্ভ দলের হয়ে কাজ করেছেন, তখন ক্লাবটির মূল কোচ ছিলেন পেপ গার্দিওলা। 

আয়াক্সের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে দলের লিগ শিরোপাখরা ঘুচিয়েছিলেন টেন হ্যাগ। এরপর আয়াক্স লিগ জিতেছে গেল বছরও। চলতি মৌসুমেও দলটি আছে এরেডিভিসির শীর্ষে৷ সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর টেন হ্যাগের অধীনে তৃতীয় লিগ শিরোপা জিতবে দলটি৷ 

আয়াক্সকে অবশ্য শুধু লিগ জিতিয়েই ক্ষান্ত হননি টেন হ্যাগ। ২২ বছর পর দলটিকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। আয়াক্সের মাটিতে যেভাবে ঘরোয়া ও ইউরোপীয় গৌরব ফিরিয়ে এনেছিলেন, সেটা যে ইউনাইটেডও তার কাছ থেকে চাইবে, তা বলাই বাহুল্য। 

এমএসএম / এমএসএম

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের