পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন কার্যক্রমের অর্থ আত্মসাতের অভিযোগ
পটিয়া উপজেলা পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নে বেসরকারী সংস্থা ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে টিকা কার্যক্রমে ভ্যাকসিনেটর, স্বেচ্ছাসেবী, কোল্ড চেইন ম্যানেজমেন্ট, অতিরিক্ত পোর্টার, ডাটাবেইজ, লজিস্টিক পরিবহন ব্যয় বাবদ আলাদা আলাদা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দগুলোর মধ্যে স্বেচ্ছাসেবীদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ ওঠেছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথের বিরুদ্ধে। স্বাস্থ অধিদপ্তরে স্বারকমূলে উপজেলা পর্যায়ে ২৮/১০/২১, ০২/১২/২১, ২২/২/২২, ২২/৩/২২ ইং তারিখে মোট বরাদ্দ কৃত অর্থের পরিমান ৯৪ হাজার ৫শ টাকা।
একই স্মারকমূলে পৌরসভায় স্বেচ্ছাসেবীদের জন্য মোট বরাদ্দকৃত অর্থের পরিমান ৪৭ হাজার টাকা।
অভিযোগ ওঠেছে স্বেচ্ছাসেবকদের এসব অর্থ না দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ এবং পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক রাজিব মজুমদার যোগসাজসে ভুয়া স্বাক্ষরে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয়।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ২৭ জানুয়ারি ভার্চুয়ালি টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। একই বছর ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে সারাদেশব্যপী টিকা কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা মোতাবেক করোনা টিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য রেড ক্রিসেন্ট, আনসার, গ্রাম পুলিশ, এনজিও সংস্থার কর্মী, রোভারস্কাউটের নাম উল্লেখ করে দেয়। সেই নির্দেশনা মোতাবেক পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম শুরুর একদিন আগে রেড ক্রিসেন্ট সদস্য, আনসার, গ্রাম পুলিশদের সমন্বিত টিমকে টিকা কার্যক্রমের উপর প্রশিক্ষন দেয়া হয়। পরবর্তীতে রেড ক্রিসেন্ট সদস্যরা ধারাবাহিক ভাবে স্বেচ্ছা সেবা প্রদান করলেও আনসার, গ্রাম পুলিশ প্রথম তিন/চারদিন পর আর আসেনি। বিষয় গুলো নিশ্চিত করেন যুব রেড ক্রিসেন্ট পটিয়ার সদস্য শাহেদ খান হৃদয়। তিনি বলেন করোনার শুরু থেকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছে আমাদের টিম। হাসপাতাল থেকে শুধু একবার জনপ্রতি ৫০০টাকা করে ৯ জনকে দেয়া হয়েছিল। এরপর আর কোন সময় টাকা দেয়া হয়নি তবে মাঝে মধ্যে ভাত খাওয়ানো হতো।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে স্বেচ্ছাসেবীদের অর্থ বরাদ্দের বিষয়টা অস্বীকার করেন। পরে বলেন , স্বাস্থ্য সহকারীরা নিজেদের মত ৫/৬ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করেছিলো। ওই টাকাটা স্বাস্থ্য সহকারী ও তাদের স্বেচ্ছাসেবীরা নিজেরা নিয়ে নিয়েছে ,তিনি এই বিষয়ে এর বেশি কিছু জানেন না তবে হিসাব কর্মকর্তা রাজীব মজুমদার জানতে পারে। স্বাস্থ্য সহকারী ভ্যাকসিনেটরদের সহ আলাদা আলাদা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এবং স্বাস্থ্য সহকারীরা সরকারি আদেশ অমান্য করে নিজেদের মত ভলান্টিয়ার নিয়োগ করতে পারেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন,এ সংক্রান্ত আমার কোন দায় নেই সব দায় ম্বাস্থ্য সহকারীদের।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক রাজীব মজুমদারকে এ বিষয়ে জানতে কল দেয়া হলে তিনি মোবাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে উনার অফিসে সরাসরি যোগাযোগ করা হলে তিনি কোন ধরণের তথ্য দিতে পারবেন না বলেন। তিনি বলেন যা জানার সব বড় স্যার জানেন। উনার সাথে কথা বলেই তিনি জানাতে পারবেন। অফিসের সমস্ত বিলে তিনিই স্বাক্ষর করেন যেহেতু ভলান্টিয়ারদের টাকা কারা তুলেছে এবং তাদের স্বাক্ষরকৃত কাগজটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ,এ ধরনের কোন কাগজ তার কাছে নেই।
করোনা ভ্যাক্সিন সচেতনতা কার্যক্রমের আওতাধীন প্রতিটা এলাকায় মাইকিং এর অর্থ বরাদ্দ আছে। উপজেলার কোন কোন জায়গায় মাইকিং করা হয়েছে এবং কোন কোন তারিখ মাইকিং করা হয়েছে জানতে চাইলে রাজিব মজুমদার বলেন, তিনি অফিস আওয়ারের পর এক্সট্রা ডিউটি করছেন। তাই কোন কথাই তিনি জানাতে পারবেন না।
শুরু থেকেই কোভিড ভ্যাকসিন কার্যক্রমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এরই মাঝে বিভিন্ন অভিযোগে অনেক কর্মচারী বদলিও হয়েছে। তবে থেমে থাকেনি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের দূর্নীতি। অর্থের বিনিময়ে টিকা দেয়াসহ সরাকারি আদেশ অমান্য করে অগ্রীম টিকা প্রদান করে সমালোচিত হওয়ার পরেও কোন ভাবেই থামছে না পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ।
রোগী সেবায় হয়রানি, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করে নিম্ন মানের খাবার সরবরাহ, হাসপাতালের অভ্যন্তের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সামাজিক মাধ্যমে মাঝে মধ্যে প্রতিবাদ হলেও, দায়সারা কাজ করে বারবারই নিজেদের অপরাধ ঢেকে রাখছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা