ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

শেকৃবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১১:৪৮

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)। রোববার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আইকিউএসি (IQAC)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মীর্জা হাসানুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি (IQAC)-এর পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু রাজনীতি শুরু করেছিলেন সাধারণ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য আন্দোলন করে গেছেন। তিনি শুধু রাজনীতি করতেন না, তিনি এ দেশের মানুষের কথা, মাটির কথা বলতেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য দেশকে একদিনে প্রস্তুত করেননি, তা ছিল বঙ্গবন্ধুর সারাজীবনের আন্দোলন-সংগ্রামের ফসল। যে বাঙালি মানুষের আদেশ পালনের জন্য ব্যস্ত থাকত, তাদের তিনি বিদ্রোহী করে তুলেছিলেন এবং স্বাধিকার আন্দোলনের মন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. লাম-ইয়া আসাদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, আইসিসির পরিচালক প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসাইন, বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক ড. শরমিন চৌধুরী, প্রক্টর ড. মো. হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, বিভিন্ন হলের প্রভোস্ট, সিনিয়র শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রশাসনিক ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত হয়।

এমএসএম / জামান

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি