ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ষষ্ঠ দিনের রোমাঞ্চের অপেক্ষায় টেস্ট চ্যাম্পিয়নশিপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১:৪

দুই বছরের ক্রিকেট উত্তেজনা ফিকে করে দিতে বসেছে বেরসিক বৃষ্টি। একে তো করোনাভাইরাসের কারণে ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা মাঠে গড়ায়নি। তবুও ২ বছর পর ২০২১ সালে বসেছে টুর্নামেন্টটির ফাইনাল। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার এই ফাইনাল ম্যাচে বাগড়া বসিয়েছে বৃষ্টি। ম্যাচের প্রথম ও চতুর্থ দিনের পুরোটা গিয়েছে বৃষ্টির পেটে। বাকি দিনগুলোতেও স্বস্তি মেলেনি। 

পাঁচদিনের ম্যাচে গোটা দুদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও টিকে রইল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উত্তেজনা। আবহাওয়ার কথা ভেবেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একদিন হাতে রেখেছিল। রিজার্ভ ডেতে অর্থাৎ ম্যাচের ষষ্ঠ দিনের যে নিয়ম রাখা হয়েছিল, সেই দিনটিতেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব। ষষ্ঠ দিনের রোমাঞ্চের অপেক্ষায় টেস্ট চ্যাম্পিয়নশিপ।

বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে অনেক আগেই হয়তো নির্ধারণ হয়ে যেত কে হচ্ছে টেস্ট বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের রাজা। ম্যাচের শেষ হওয়া ৫ দিনে যেখানে ৪৫০ ওভার খেলা হওয়ার কথা ছিল, সেখানে বৃষ্টির কারণে সর্বসাকুল্য ২২১ ওভার বল মাঠে গড়িয়েছে। যেখানে উত্তাপ ছড়িয়েছেন বোলাররা। আরও নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয়ে দুই দলের পেসারদের কথা। সহায়ক উইকেট ও কন্ডিশন কাজে লাগিয়ে ভারতের মোহাম্মদ শামির সুইং জাদুর জবাব দিচ্ছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। জমে উঠেছে মাঠের লড়াই।

মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৪৯ রানে গুটিয়ে যায় কিউইরা। এতে ৩২ রানের লিড নেয় তারা। এদিন শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভার ব্যাট করার সুযোগ পায় ভারত। যেখানে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬৪ রান। এতে প্রতিপক্ষের ৩২ রান শোধ দিয়ে দিনশেষে ভারত এগিয়ে ৩২ রানেই।

নিউজিল্যান্ডের পেসারদের বিধ্বংসী বোলিং তোপের পরেও প্রথম ১০ ওভার নিরাপদেই কাটায় ভারতের দুই ওপেনার শুবমান গিল ও রোহিত শর্মা। তবে সাউদির ছোবলে সুবিধা করতে পারেননি তারা। লেগ বিফোরের ফাঁদে পড়ে গিল ফেরেন ৮ রানে। রোহিত শর্মা অনেক্ষণ লড়াই করলেও ৮১ বলে ৩০ করে আউট হন ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে। পরে চেতেশ্বর পুজারাকে নিয়ে দিনটি পার করে দেন বিরাট কোহলি। যেখানে পুজারা ১২ ও কোহলি ৮ রান নিয়ে ষষ্ঠ দিনের খেলা শুরু করবেন।

এমএসএম / এমএসএম

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

র‌্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা