মেসি-আগুয়েরোকে নিয়ে ফানুস উড়ালেন তিনি
দু'জনই মহা তারকা। ফুটবল মাঠে তাদের ছন্দে ভক্তের সংখ্যাও অনেক। লিওনেল মেসি আর সার্জিও আগুয়েরো জাতীয় দলের সতীর্থ। আর্জেন্টিনার এই দুই খেলোয়াড় এবার ক্লাব ফুটবলেও গড়বেন জুটি। আর এমন জুটি নিয়ে বাজি ধরেছেন অনেকেই। তাদেরই একজন মেসির এক সময়ের সতীর্থ ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো।
তবে শুধু মেসিই নয়, নু ক্যাম্পে থিয়েরি অঁরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ইতো। যেখানে ২০০৮-০৯ মৌসুমে এই তিন তারকা মিলে গোল বন্যায় ভাসিয়ে দেন প্রতিপক্ষ ক্লাবগুলোকে। তিনজন মিলে করেন ১০০ গোল। এবার মেসি-আগুয়েরো জুটি নিয়েও তেমন সম্ভাবনার ফানুস উড়ালেন ইতো।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে প্রায় দশ বছর কাটিয়ে আগুয়েরো এবার নাম লেখালেন বার্সেলোনায়। ন্যু ক্যাম্পে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দেখে দারুণ খুশি ইতো। বিশেষ করে মেসির পাশে আগুয়েরোকে দেখে যারপরনাই খুশি ইতো। তার মতে এই দুজন মিলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম হারাম করে দেবেন।
ইতোর ভবিষ্যদ্বাণী দুজন মিলে অন্তত ৬০ গোল করবেন আগামী মৌসুমে। বার্সার সাবেক তারকা ইতো বলছিলেন, ‘দেখুন, এই জুটি নিয়ে দারুণ আশাবাদী আমি। আমরা প্রতি মৌসুমে এই দুজনের কাছ থেকে ৬০ গোল পেতে যাচ্ছি। এখন শুধু এটাই চাওয়া ওরা যেন কোনো চোট সমস্যায় না পড়ে।’
তবে একটা শঙ্কা তো থাকছেই। আগামী ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত ভক্তদেরও মন ঠিক স্বস্তি পাচ্ছে না। ইতো অবশ্য জানিয়ে রাখলেন বার্সাতেই থাকবেন মেসি। বলেন, ‘এটা আর নতুন কী, মেসি মানেই বার্সেলোনা। ওকে অন্য কোনো দলের জার্সি গায়ে কল্পনা করতে পারি না আমি।’
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়ে রেখেছেন মেসির সঙ্গে চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। যিনি কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত। তার দল আর্জেন্টিনা পেয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। কিছুটা ক্লান্ত হলেও বল পায়ে দাপট আছে মেসিরও। প্রথম দুই ম্যাচে তো সেরা হয়েছেন তিনিই!
এমএসএম / এমএসএম
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা