ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

এই হার বিব্রতকর, হয়তো অপমানজনক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১২:৫০

লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে তাদের ফর্মেরই যেন প্রতিফলন ঘটেছে ম্যাচটিতে। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে এবারের প্রিমিয়ার লিগে মোট ৯ গোল খেয়েছে তারা। বিপরীতে দিতে পারেনি একটিও। 

১৮৯২-৯৩ মৌসুমের পর এই প্রথম দুই লেগ মিলিয়ে সবচেয়ে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি গোল খাওয়ার লজ্জার রেকর্ড গড়েছে তারা। ম্যাচটির প্রথমার্ধে গোলমুখে নিতে পারেনি একটি শটও। ম্যাচশেষে লিভারপুলের বিপক্ষে এই হারকে লজ্জার ও বিব্রতকর বলেছেন ইউনাইটেড কোচ রাফ রাঙ্কনিক।

তিনি বলেছেন, ‘এটা বিব্রতকর, হতাশাজনক, হয়তো এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে তারা ছয় বছর এগিয়ে আছে ইউনাইটেডের চেয়ে। যখন ইয়্যুর্গেন ক্লপ এসেছে তারা ক্লাবকে পুরো বদলে ফেলেছে আর শুধু দলকেই নয় ক্লাব ও শহরকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলের মৌসুমে আমাদেরও এমনটা করতে হবে।’

লিভারপুলের বিপক্ষে শুরুতে পাঁচ ডিফেন্ডার নিয়ে নেমেছিলেন রাঙ্কনিক। ফিল জোনসকে জায়গা দিয়েছিলেন শুরুর একাদশে। কিন্তু দ্বিতীয়ার্ধে ওই পরিকল্পনা বদলে ফেলেন তিনি। জর্ডান সাঞ্চোকে নামান তার বদলি হিসেবে। নিজের কৌশলে বদল আনলেও ভালো কিছু হতো না বলেই মনে করেন রাঙ্কনিক।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় শুরুতে আলাদা কৌশল নিলে কোনো কিছু বদলাতো। প্রথম যে গোলটা খেয়েছি, এত উপরে উঠা কৌশলের অংশ ছিল না পাঁচ মিনিটের মধ্যে। ওটাই খেলাটাকে বদলে দিয়েছে।’

‘প্রথমার্ধে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা কোনো প্রথম বা দ্বিতীয় বলে জিতিনি। সব জায়গাতেই আমরা ছিলাম দ্বিতীয় সেরা। দ্বিতীয়ার্ধে একজন সেন্টার ব্যাককে বদলে সাঞ্চোকে নিয়ে খেলি। প্রথম ২৫ মিনিট আমরা ভালো ছিলাম, বলের ওপরও চাপ ছিল। আমাদের দুই তিনটা মুহূর্তও এসেছিল, কিন্তু তৃতীয় গোল ম্যাচটাকে শেষ করে দিয়েছে।’

এমএসএম / এমএসএম

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের