ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ছুটি কাটাতে গেলেও এমবাপেকে সঙ্গে চান পিএসজি কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১১:৫২

পিএসজির আক্রমণভাগ তারকায় ঠাঁসা। মেসি, নেইমারের মতো মহীরুহরা আছেন সেখানে। তবে ফর্মের বিচারে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে তারাও টক্কর দিতে পারছেন না। আর তাই দলটির কাছে তার মূল্য অনেক বেশি। কিন্তু এমবাপে ফরাসি ক্লাবটিতে তার চুক্তির শেষ বছরে আছেন, তরুণ এই ফরোয়ার্ডকে নতুন চুক্তি দিয়ে দলে রেখে দিতে চায় পিএসজি। ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো সরাসরি জানালেন সেই কথা, বললেন এমবাপেকে ছাড়তে তো চান-ই না, বরং তাকে নিজের সাথে ছুটি কাটাতে তার বাসাতেও নিয়ে যেতে চান।

চলতি সিজনে এখন পর্যন্ত পিএসজির হয়ে দলীয় সর্বোচ্চ ৩৩ গোল করেছেন এমবাপে, গোলসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা নেইমারের গোল ১১, আর তৃতীয় স্থানে আছেন এই সিজনে গোলমুখে নিজেকে হারিয়ে খোঁজা লিওনেল মেসি (৮ গোল)। তাই দলের গুরুত্বপূর্ণ অস্ত্রকে কোনভাবেই ছাড়তে চান না পচেত্তিনো, ‘আমি স্বার্থপরভাবে বলব, আমি তাকে আমার সাথে রাখতে চাই, তাকে ছুটিতে আমার বাসায় নিয়ে যেতে চাই। ক্লাব চায় সে এখানে থাকুক, ও থাকলে দারুণ হবে।’

তবে পচেত্তিনো মনে করেন, নতুন চুক্তি সম্পর্কিত আলোচনা চলতি মৌসুম সব ‘লক্ষ্যপূরণ’-এর পরই করা উচিত, যাতে এমবাপের খেলায় এর কোন প্রভাব না পড়ে। অবশ্য বর্তমান মৌসুমের পিএসজির পূরণ করার মতো লক্ষ্য আছেই আর একটি, লিগ শিরোপাটা। সেটাও দলটির পরবর্তী ম্যাচেই নিশ্চিত হয়ে যেতে পারে, পিএসজি লেঁসের সঙ্গে পয়েন্ট না হারালে আর মার্শেই রেনের বিপক্ষে পয়েন্ট খোয়ালেই লিগ ওয়ানের শিরোপা উঠবে পিএসজির হাতে।

গত কয়েক মৌসুম ধরেই চলছে এমবাপের ক্লাব ছাড়ার গুঞ্জন। গত মৌসুমে তো এমবাপের জন্য করা রিয়াল মাদ্রিদের বড়সড় প্রস্তাব ফিরিয়েও দিয়েছিল পিএসজি। তাই এই মৌসুমে শেষে তার ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ইউরোপীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী পিএসজিতে চুক্তি নবায়ন করে আরও দুই বছর থেকেও যেতে পারেন তিনি। মার্কার খবর, এমবাপের মা এখন দোহাতে অবস্থান করছেন, সেখানে চুক্তি নবায়নের ব্যাপারে পিএসজির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন তিনি।

এমএসএম / এমএসএম

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!