ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিষিদ্ধ হলেন মোস্তাফিজদের কোচ, বড় জরিমানা অধিনায়কের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১:৪৫

শুক্রবার রাতে আইপিএলের হাই স্কোরিং ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ১৫ রানে হেরেছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। ম্যাচটিতে জয়-পরাজয় ছাপিয়ে গেছে শেষ ওভারের নো বল বিতর্ক। যেখানে প্রতিবাদ করে শাস্তির মুখোমুখি দিল্লির কোচ-অধিনায়ক।

রাজস্থানের করা ২২২ রানের জবাবে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দিল্লির। শেষ ওভার করতে আসা ওবেদ ম্যাকয়ের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রোভম্যান পাওয়েল। তখনই ঘটে আলোচিত ঘটনাটির।

ম্যাকয়ের করা সেই ওভারের তৃতীয় বলটি ছিল হাই ফুল টস। যা দারুণ দক্ষতায় ছক্কা হাঁকান পাওয়েল। তবে নন স্ট্রাইকে থাকা কুলদ্বীপ যাদবের মনে হয়, সেটি ছিল কোমর উচ্চতার নো বল। তাই সঙ্গে সঙ্গে নো বলের জন্য আবেদন করেন তিনি, যোগ দেন পাওয়েলও।

কিন্তু মাঠের দুই আম্পায়ার নিতিন মেনন ও নিখিল পাটওয়ারধন নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। তখন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত মাঠের দুই ব্যাটার কুলদ্বীপ ও পাওয়েলকে ম্যাচ রেখে চলে আসতে বলেন। দলের সহকারী কোচ প্রবীণ আম্রে মাঠে ঢুকে কথা বলেন আম্পায়ারদের সঙ্গে।

যা কি না মোটেও ভালোভাবে নেয়নি আইপিএল গভর্নিং কাউন্সিল। তাই অধিনায়ক পান্ত ও সহকারী কোচ আম্রে পেয়েছেন বড় শাস্তি। দুজনেরই কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফি'র পুরো ১০০ শতাংশ। পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আম্রেকে।

অন্যদিকে অখেলোয়াড়োচিত আচরণ করা দিল্লির পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে তার ম্যাচ ফি'র ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। দিল্লির অভিযুক্ত তিনজনই নিজেদের অপরাধ ও শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এমএসএম / এমএসএম

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!