ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রোনালদো-ভারানদের একটুও ছাড় দেবেন না টেন হ্যাগ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১:৪৫

দলবদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেডের অর্থের ঝনঝনানি হরহামেশাই দেখা যায়। কিন্ত সেই অর্থ ব্যয় করে দলটি আদৌ সঠিক খেলোয়াড় দলে আনতে পারছে কিনা সেটা একটা প্রশ্ন। সাম্প্রতিক সময়ে দলটির বেশিরভাগ দলবদলই দলকে শক্তিশালী করার বদলে দলের ভারসাম্য নষ্ট করেছে। আর তাই ক্লাবের দলবদলকে একটি প্রক্রিয়ায় আনতে এই বিষয়ে নিজের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হ্যাগ।

ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষও তার সেই দাবি মেনে নিয়েছে বলে জানিয়েছেন ডাচ এই কোচ, ‘আমি আগেই ঠিক করে নিই যে আমি কিভাবে কাজ করতে চাই। আমার দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আমি কাজ করি না। কারণ দিনশেষে ফলাফলের জন্য আমাকেই দায় নিতে হবে। তবে এর মানে এই নয় যে আমি সব একা করতে চাই, অন্যরাও সহযোগিতা করতে পারে। এই দায়িত্ব নেওয়ার জন্য আমার অন্যতম শর্ত ছিল দলবদলের ক্ষেত্রে পূর্ণ নিয়ন্ত্রণ।’

দলবদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেডের অমিতব্যয়িতাকে দলটির বর্তমান দুরবস্থার জন্য অন্যতম নিয়ামক মনে করা হয়। তাই নতুন কোচ টেন হ্যাগের দলবদলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইউনাইটেডের জন্য ভালো খবর হতে পারে।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে টেন হ্যাগকে ‘সম্ভাব্য সেরা বিকল্প’ হিসেবে উল্লেখ করেছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক, ‘আমার মনে হয়, সময়ের একজন সেরা কোচকে পেয়েছে ইউনাইটেড। ফুটবলে সব সময় ভালো সময় যায় না, আমাদের সময়টা এখন খুব ভালো যাচ্ছে না। ইউনাইটেডের সমস্যা গুলো খুঁজতে আতশ কাঁচের প্রয়োজন নেই, সমস্যাগুলো কোথায় তা একদম পরিষ্কার। এখন শুধু এগুলো ঠিক করতে পদক্ষেপ নিতে হবে।’

রাংনিক এরই মধ্যে জানিয়েছেন আগামী মৌসুমে বড়সড় বদল আসতে যাচ্ছে ইউনাইটেডের স্কোয়াডে। দলটির অনেক বড় নাম ওল্ড ট্রাফোর্ড থেকে বিদায় নিতে পারে। স্কোয়াডকে নিজের মতো করে সাজাবেন টেন হ্যাগ। অবশ্য শুধু নতুন খেলোয়াড় দলে টানা-ই নয়, বর্তমান দলে থাকা খেলোয়াড়দেরও নিজের দর্শনে খেলতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন তিনি।

টেন হ্যাগ এরই মধ্যে ক্লাবের বর্তমান খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়েছেন, বলেছেন ক্লাবে থাকতে হলে তার মতের বাইরে যাওয়া চলবে না, ‘আমি আমার কোচিং দর্শন পরিবর্তন করব না। আমরা কিভাবে খেলতে চাই, খেলার মান কেমন হবে সেটা আমি নির্ধারণ করব। কার কী কাজ, তা আমি বলে দেব আর কে সেটা করতে পারছে না, সেটাও বলে দেওয়া হবে। এক্ষেত্রে আমি কোন ছাড় দেব না।’

 শনিবার বিকেলে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরা চারের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এমএসএম / এমএসএম

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!