রংপুর নগরীতে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী রংপুর নগরীতে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে।ইতিহাস-ঐতিহ্য ও গৌরবের এবং মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। বুধবার (২৩ জুন) জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে রংপুর মহানগর আওয়ামী লীগ এর উদ্যোগে বুধবার (২৩ জুন) বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। দুপর ১২ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদাঞ্জলী জ্ঞাপন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি রেজাউল ইসলাম মিলন, এডভোকেট দিলশাদ মুকুলসহ আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২৩ জুন ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালাভ করে, এই আওয়ামীলীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম