ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

‘রোনালদোকে বাদ দেওয়ার কোন কারণ নেই’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১:৫

মৌসুমের শুরুতে ক্লাব কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ‘নীড়ে’ ফেরায় রেড ডেভিল সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। ভেবেছিলেন তার মাধ্যমেই আবারও সোনালি সূর্যের উদয় হবে ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু সেই আশা উবে যেতে সময় লাগেনি। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় উন্নতির বদলে হয়েছে চরম অবনতি। রোনালদোর স্ট্যান্ডার্ড অনুযায়ী তার নিজের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। আর তাই প্রশ্ন উঠছে, আগামী মৌসুমে নতুন কোচ এরিক টেন হ্যাগ যখন দল পুনর্গঠন করবেন, তখন রোনালদো তার পরিকল্পনায় থাকবেন তো?

আয়াক্স এবং এসি মিলানে খেলা ডাচ কিংবদন্তি ফরোয়ার্ড মার্কো ভ্যান বাস্তেন বলছেন, রোনালদোকে বাদ দেওয়ার আসলে কোন কারণ নেই, ‘রোনালদো গত সপ্তাহে যেভাবে খেলেছে (নরউইচের বিপক্ষে হ্যাটট্রিক) সে যদি সেভাবে খেলা চালিয়ে পারে এবং নিয়মিত ম্যাচে ২/৩ গোল করতে পারে, তাহলে তাকে দল থেকে বাদ দেওয়ার কোন কারণ নেই। রোনালদো তার নিজের মতো খেলবে, আর যতদিন সে পারফর্ম করবে, ততদিন তাকে বাদ দেওয়া যাবে না।’

টেন হ্যাগ রোনালদোর থেকে তার সেরাটা বের করে আনতে পারবেন বলে বিশ্বাস ভ্যান বাস্তেনের, ‘রোনালদোকে অনেক পরিশ্রম করতে হবে এবং আমি নিশ্চিত সে সেটা করবে। আর আমি মনে করি, টেন হ্যাগ যেভাবে রোনালদোকে খেলাতে চাইবে, সেভাবে খেলার জন্য সে রোনালদোকে উদ্বুদ্ধ করতে পারবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গড়পড়তা মানের স্কোয়াডে রোনালদোই যে সবচেয়ে জ্বলজ্বলে তারকা সেটা অস্বীকার করার অবশ্য কোন জো নেই। প্রিমিয়ার লিগে শেষ ৬ ম্যাচে মাত্র দুবার জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা, আর সেই দুটি ম্যাচেই তারা জয়ের মুখ দেখেছে রোনালদোর অতিমানবীয় দুই হ্যাটট্রিকে ভর করে।

এমএসএম / এমএসএম

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ