ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কোপা আমেরিকা

ছবিতে দেখুন ব্রাজিলের হারকে জয় বানানোর গল্প


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৫:৫১
 
ম্যাচ শুরুর আগে সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে ফুরফুরে মেজাজে নেইমার। তখনো হয়তো বোঝেননি, মাঠে কী পরিমাণ কড়া প্রহরা অপেক্ষা করছে তাঁর জন্য! ছবি : রয়টার্স
১ / ১২
আনুষ্ঠানিক ছবি তোলার সময়ে ব্রাজিল দল। লক্ষ্য তিন ম্যাচে টানা তৃতীয় জয়। ছবি : রয়টার্স
২ / ১২
আর পাঁচজন কোচের মতো ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে কলম্বিয়া কোচ রেইনালদো রুয়েদাও বলেছিলেন, নেইমারকে আটকানো ছেলেখেলা নয়। তবে এটাও জানতেন, এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে চাইলে নেইমারকে একদম বোতলবন্দী করে রাখতে হবে। প্রথম থেকেই নেইমারকে একদম দেখে দেখে রেখেছিল কলম্বিয়া। ছবি : রয়টার্স
৩ / ১২
ফলে যা হওয়ার সেটাই হয়েছে। বেশ ক'বার কঠিন ফাউলের শিকার হয়েছেন নেইমার। এমনই এক ফাউলের কারণে নেইমারকে মাঠে পড়ে কাতরাতে দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স
৪ / ১২
শুধু নেইমারকে নিষ্প্রভ রাখলেই তো হবে না, নিজেদের কাজটাও ঠিকঠাক করতে হবে। সে কাজটাও করে শুরুতে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। নেইমার যখন কলম্বিয়ার রক্ষণ ভাঙতে ব্যস্ত ছিলেন, দুর্দান্ত এক প্রতি আক্রমণে এগিয়ে যায় কলম্বিয়ানরা। মাঝমাঠ থেকে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতা বল দেন ডান প্রান্তে থাকা রাইট উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোকে। ক্লাব সতীর্থ অ্যালেক্স সান্দ্রোকে কাটিয়ে তিনি ক্রস করেন বক্সে। দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক শটে ব্রাজিলের জালে বল পাঠান উইঙ্গার লুইস দিয়াস। ছবি : রয়টার্স
৫ / ১২
গোল খেয়ে হতাশ নেইমার ও এভেরতন রিবেইরো। এমনটা তো হওয়ার কথা ছিল না, তা-ও আবার ম্যাচের শুরুতেই! ছবি : রয়টার্স
৬ / ১২
কোচ তিতের চোখেমুখেও তখন চিন্তার ভাঁজ। ব্রাজিল দলে দুদিন আগেই নিজের পাঁচ বছর পূর্তি উদ্‌যাপন করা এই কোচ কী তবে জয় নিয়ে উপলক্ষটা রাঙাতে পারবেন না? ছবি : রয়টার্স
৭ / ১২
শেষমেশ ব্রাজিলকে চিন্তামুক্ত করে লিভারপুলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। আতলেতিকোর লেফটব্যাক রেনান লোদির ক্রসে মাথা ছুঁইয়ে ৭৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। তবে কলম্বিয়ার গোলকিপার দাভিদ ওস্পিনারও দোষ আছে এখানে। হয়তো আরেকটু চেষ্টা করলে শটটা আটকাতে পারতেন তাঁর মতো মানের খেলোয়াড়। ছবি : রয়টার্স
৮ / ১২
তবে এই গোল নিয়েও চলেছে বিতর্ক। লোদি ক্রস করার আগে বল রেফারির গায়ে লেগেছিল, এখানেই আপত্তি কলম্বিয়ার খেলোয়াড়দের। রেফারি অনেকক্ষণ ধরে বিষয়টি নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে যিনি আছেন তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় দুই দলের খেলোয়াড়েরাই তাঁকে চাপ প্রয়োগ করতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য গোলের সিদ্ধান্তই বহাল থাকে। ছবি : রয়টার্স
৯ / ১২
গোটা ম্যাচে কলম্বিয়ানদের ফাউল হজম করছেন, কাঁহাতক আর সহ্য হয়? ম্যাচের শেষদিকে উইলমার ব্যারিয়সকে তাই উল্টো নিজেই ফাউল করে বসলেন নেইমার। ফলাফল, হলুদ কার্ড। ছবি : রয়টার্স
১০ / ১২
ম্যাচের একদম শেষ মুহূর্তে দুর্দান্ত একটি কর্নার নিলেন নেইমার। তাঁর সেই কর্নার কিক খুঁজে নেয় বিনা পাহারায় থাকা কাসেমিরোকে। তাঁর হেডেই ম্যাচটি জেতে ব্রাজিল। সেই গোলের পরেই রিয়াল তারকার উল্লাস। ছবি : রয়টার্স
১১ / ১২
যত যা-ই হোক, জয় হয়েছে ব্রাজিলেরই। নেইমার তো গর্জন করবেনই! ছবি : রয়টার্স
১২ / ১২
 

কফিল / কফিল

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও