ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

অ্যানড্রয়েড ফোনের কল হিস্ট্রি ডিলিট করুন সহজেই


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ১:১

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্মলগ্ন থেকেই রয়েছে কল হিস্ট্রি। অ্যানড্রয়েড ডিভাইসে ফোন অ্যাপ ওপেন করে কল হিস্ট্রি দেখে নেওয়া যায়। কল হিস্ট্রি থেকে সহজেই সেই ফোনের সব ইনকামিং ও আউটগোইং কলের দিন ও সময় দেখে নেওয়া সম্ভব। যদিও বিভিন্ন কারণে অনেকেই নিজের ফোনে সব কল হিস্ট্রি রেখে দিতে চান না। ব্যক্তিগত অথবা অফিসের কারণে অনেকেই ফোন থেকে কল হিস্ট্রি ডিলিট করে দিতে চান। এর ফলে আপনি ফোনে কাজ কাজ সঙ্গে কথা বলেছে তা তৃতীয় ব্যক্তি জানতে পারবেন না।

জেনে নিন অ্যানড্রয়েড ফোন থেকে কল হিস্ট্রি ডিলিট করার উপায়

অ্যানড্রয়েড ডিভাইসে ফোন অ্যাপ ওপেন করুন। ফোন অ্যাপের মধ্যে দেখতে পাবেন কল হিস্ট্রির তালিকা।

এবার বা দিকে নিচে রিসেন্টস ট্যাব সিলেক্ট করুন।

এবার আপনি যদি নির্দিষ্ট কোন একটি কলকে এই তালিকা থেকে ডিলিট করতে চান তবে সেই কলের পাশে ডান দিকে 'আই’ বাটন সিলেক্ট করুন।

এবার ওপেন হওয়া পেজে ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

‘ডিলিট কল ফ্রম দিস নম্বর’ সিলেক্ট করে নিন।

একটি কলের পরিবর্তে চাইলে একসঙ্গে কল লগের সব এন্ট্রি ডিলিট করতে পারবেন।

অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে এই কাজগুলো অবশ্যই করুনঅ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে এই কাজগুলো অবশ্যই করুন

আবার ফোন অ্যাপের রিসেন্ট পেজে ফিরে আসুন।

এখানে ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘ডিলিট অল লগ’ সিলেক্ট করুন।

ফোনের ফ্যাকট্রি ডেটা রিসেট করেও সব কল লগ ডিলিট করা যাবে। যদিও সেই ক্ষেত্রে ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। তাই ফ্যাকট্রি ডেটা রিসেট করার আগে সব প্রয়োজনীয় ডেটা ডিলিট করতে ভুলবেন না।

প্রীতি / প্রীতি

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ