ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে তিন মামলার শুনানী


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৯-৫-২০২২ রাত ১১:১৬
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এজলাসে উভয় পক্ষের উপস্থিতিতে তিনটি মামলার শুনানী পৃথকভাবে গ্রহণ করা হয় । বুধবার সকাল ১১টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম গ্লোব এডিবল এডিবল অয়েল লিমিটেড (মামলা নং ০৯/২০২২) এবং সকাল ১১:৩০টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড (মামলা নং ১০/২০২২) মামলাসমূহের শুনানী গ্রহণ করা হয়। উক্ত মামলা সমূহের পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়েছে আগামী ২২-০৬-২০২২খ্রি: যথাক্রমে বিকাল ০৩:০০ ও ০৩:৩০ টায়।
 
একই দিনে, বিকাল ৩:০০ টায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বনাম শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (মামলা নং ১১/২০২২) এর মামলার শুনানীও গ্রহণ করা হয়। উক্ত মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়েছে আগামী ২৭-০৬-২০২২খ্রি: বিকাল ০৩:০০ টায়।

এমএসএম / এমএসএম