ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে ৫ উপাদান

ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ভরসা রাখতে পারেন হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের উপরেই। জেনে নিন কোন কোন উপাদান নিয়মিত ব্যবহারে ত্বকে আসবে উজ্জ্বলতা।
মধু : চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। সামান্য মধু ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ঘষুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে চাইলে পাকা পেঁপে, কলা অথবা কমলার রসের সঙ্গে মিশিয়ে নিন।
কাঁচা দুধ : প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করতে দুধ ব্যবহার করুন। ১ টেবিল চামচ কাঁচা দুধে তুলা ভিজিয়ে আলতো করে মুছে নিন ত্বক। প্রাকৃতিক বাতাসে ত্বক শুকিয়ে এরপর ধুয়ে নিন পানি দিয়ে। জমে থাকা ময়লা দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বলতা চলে আসবে ত্বকে।
টক দই : দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের দাগ দূর করে। এছাড়া টানটান ও উজ্জ্বল ত্বকের জন্যও কার্যকর টক দই। এটি সরাসরি লাগাতে পারেন ত্বকে। আবার বিভিন্ন ফেস প্যাকে মিশিয়েও ব্যবহার করা যায়।
হলুদ : অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হলুদ ত্বকে প্রাকৃতিক জৌলুস নিয়ে আসে। বেসন, মুলতানি মাটি, দুধ অথবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন হলুদ।
অ্যালোভেরা : রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নে অ্যালোভেরা জেল খুবই কার্যকর। এটি সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে দাগহীন ও উজ্জ্বল।
জামান / জামান

মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়
