ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বগুড়ার শেরপুরে স্বর্ণ বাজারে মূল্য নিয়ে কারসাজি, প্রতারণার ফাঁদে ক্রেতারা


জিয়াউদ্দিন লিটন photo জিয়াউদ্দিন লিটন
প্রকাশিত: ২০-৫-২০২২ বিকাল ৫:২১

বগুড়ার শেরপুরে একই মানের স্বর্ণ দুই রকম দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতারণার ফাঁদে পড়ছেন সাধারণ ক্রেতারা। 

সম্প্রতি বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য কম-বেশি হওয়ায় বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। বাজুস নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ৬৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫৩ হাজার ৭১ টাকা করা হয়েছে। অথচ বাজুসের শেরপুর শাখার সদস্যদের ব্যাবসা প্রতিষ্ঠানের গোপন মূল্য তালিকায় এখনো পূর্বের মূল্যই লেখা রয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা মিলেছে।

গত বুধবার (১৮ মে) বিকেলে বাজার রোডস্থ বিলাস জুয়েলারি ওয়ার্কসের মালিক বিপ্লব কুমার শর্মার ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে মূল্যতালিকা ঝোলানো পাওয়া যায়নি। তালিকা ঝোলানো নেই কেন- জানতে চাইলে তিনি বলেন, আমরা বাজুসের সদস্য। বাজুস আমাদের একটি মূল্যতালিকা দিয়েছে বলেই ভাঁজ করা একটি কাগজ বের লরে দেন।

ভাঁজ করে রাখা  কাগজের মূল্যতালিকায় দেখা যায়, ২২ক্যারেটের স্বর্ণ হলমার্ককৃত প্রতি গ্রাম ৬,৭৬০ টাকা অর্থাৎ প্রতি ভরি ৭৮,৮৪৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম ৬,৪৬০ টাকা হিসাবে ৭৫,৩৪৯ টাকা ভরি এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম ৫,৫৩৫ টাকা হিসাবে প্রতি ভরি ৬৪,৫৬০টাকা।

তিনি দাবি করেন, আমরা গহনার মজুরিসহ উল্লিখিত দামে বিক্রি করি। অথচ মূল্যতালিকার কোথাও মজুরিসহ স্বর্ণের দামের উল্লেখ নেই। এমনকি অন্য কোনো ব্যবসায়ী তার বক্তব্য সমর্থন করেননি।

একই চিত্র দেখা যায় উত্তম কুমার শর্মার উৎসব জুয়েলারি ওয়ার্কস, শেরপুর জুয়েলার্সসহ আরো ৪-৫টি স্বর্ণের দোকানে। অপরদিকে আশপাশের অন্য জুয়েলারি দোকানে দেখা যায় ভিন্নচিত্র। তাদের বেশিরভাগ দোকানেই রয়েছে মূল্যতালিকা দৃশ্যমান। তালিকায় উল্লেখ রয়েছে গ্রাম এবং ভরি হিসাবে মূল্য নির্ধারণ। তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭২,০০০ টাকা, ২১ ক্যারেট ৭০,০০০ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬৪,০০০ টাকা করে বিক্রি হচ্ছে। 

সিটি করপোরেশন এলাকার বাজারদরে মফস্বল এলাকার জন্য প্রযোজ্য নয়। একই বাজারে প্রতি ভরি স্বর্ণ কেন ৬,০০০ টাকা বেশি বিক্রি করছেন জানতে চাইলে বাজুস সদস্যদের কেউই সদুত্তর দিতে পারেননি। 

এ ব্যাপারে শেরপুর উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি বিশ্বনাথ জানান, আমরা যেমন গ্রাম এবং ভরির হিসাবে মূল্যতালিকা দৃশ্যমান রেখেছি, বাজুসের সদস্যদেরও তেমনি স্থানীয় বাজারের মূল্যতালিকা প্রকাশ্যে রেখে ব্যবসা করা উচিত।

এমএসএম / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার