ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

কর কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:২৯
দুর্নীতি, অনিয়ম ও উৎকোচসহ নানা অভিযোগ পাওয়া গেছে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী অঞ্চল-৭-এর কর নির্ধারণ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে। তিনি (অঞ্চল ৭) কোনাবাড়ীতে কর নির্ধারণ শাখায় যোগ দেয়ার পর ওই অফিসকে দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছেন বলে অনুসন্ধানে জানা গেছে।
 
নাম প্রকাশ না করার শর্তে ‍একটি সূত্র জানায়, কর কর্মকর্তা হারুন-অর-রশিদ কোনাবাড়ী অঞ্চল ৭-এর অফিসে যোগ দেয়ার পর থেকেই একের পর এক দুর্নীতি, অনিয়ম ও বেপরোয়া ঘুষ বাণিজ্য করে আসছেন। তিনি ওই অফিসের কর শাখাকে দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছেন। 
 
একাধিক সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা এর আগে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর জালিয়াতি করেন। তার এসব কর্মকাণ্ডের কারণে একাধিকবার তাকে শোকজ করাসহ বিভিন্ন অঞ্চলে বদলি করা হয়। এর পরেও তিনি দুর্নীতি ও অনিয়ম করেই চলছেন। এ যেন আলাদিনের চেরাগ।
 
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, ৫০-৬০ হাজার টাকার হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হলেও ওই দুর্নীতিবাজ কর্মকর্তাকে ১৫-২০ হাজার টাকা ঘুষ দিলেই তা মাপ পাওয়া যায়। একজন সচেতন নাগরিক বলেন, এ ধরনের দুর্নীতিবাজ লোক কর নির্ধারণ কর্মকর্তা হয় কিভাবে? বারবার এ ধরনের দুর্নীতি করার পরও তার চাকরি কিভাবে থাকে? কে তার ক্ষমতার উৎস? তিনি আরো বলেন, এতে সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভেও ভাইরাল হয় তার দুর্নীতি-অনিয়ম ও ঘুষ বাণিজ্যের চিত্র। ওই লাইভে দেখা যায়, জনৈক এক ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত টাকা কেন  নিয়েছেন- এ বিষয়ে জানতে চাওয়া হয় হারুনের কাছে। কিন্তু ওই কর্মকর্তা কোনো উত্তর দিতে পারেননি। লাইভটিতে আরো দেখা যায়, অতিরিক্ত ৯ হাজার টাকা দেয়া হয়েছে। ওই টাকার সিরিয়াল নাম্বারও কম্পিউটারে টাইপ করা ছিল। তখন পকেটে রাখা টাকাগুলো বের করার কথা বললে তিনি বের করেননি। অভিযোগের শেষ কোথায় ওই কর্মকর্তার বিরুদ্ধে!
 
তিনি কোনাবাড়ীর হরিণাচালা এলাকার একটি পোশাক কারখানা থেকে ট্যাক্স কম নেয়ার কথা বলে ২০% কমিশন (উৎকোচ) দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানার এক কর্মকর্তা বলেন, আপাতত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তিনি বলেন, আপনি তিন থেকে চার দিন পর অফিসে আসবেন, সরাসরি কথা হবে।
 
অপর এক ভুক্তভোগী আক্কাছ আলী জানান, আমার বাসার ট্যাক্স ৪৭ হাজার টাকা। ট্যাক্স দিতে এসে রিভিউ কমিটির সভাপতি এবং হারুন ভাই কী যেন বললেন। পরে আমার কাছে ১০ হাজার টাকা অতিরিক্ত দাবীবিকরে বসেন। তিনি আরো বলেন, এমনিতেই আমার ব্যবসা-বাণিজ্য নেই, খুব কষ্টে দিন পার করছি। রিভিউ কমিটির সভাপতিই বা করে লাভ কী, যেখানে কানে কানে গোপন কথা চলে আর দুর্নীতি হয়!
 
তবে কর কর্মকর্তা হারুনুর রশিদ বরাবরই দুধে ধোয়া তুলসী পাতা বলে দাবি করে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। রিভিউ কমিটির সভাপতি আছেন, উনি সবকিছু স্বাক্ষর করে আমার কাছে দিলে আমি বিলে স্বাক্ষর করি।
 
গোপন সূত্রে জানা যায়, রিভিউ কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় ফাঁকি দিয়ে আসছেন হারুন অর রশিদ।
 
তবে অঞ্চল-৭-এর রিভিউ কমিটির সভাপতি মো. খোরশেদ আলম রানা বলেন, অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই।
 
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / জামান

ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ

লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন

বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক

শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া

ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

‎কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার

ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা

কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর

আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ