সহজেই তৈরি করুন সুস্বাদু আমের লাড্ডু

আম দিয়ে বিভিন্ন ধরনের পদ তৈরি করা যায়। আমের পায়েস থেকে শুরু করে আচার, পানীয় সবই সুস্বাদু। বিশেষ করে আমের ডেজার্টগুলো খুবই জনপ্রিয় সবার কাছে। এর মধ্যে আমের লাড্ডু অন্যতম। খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় আমের লাড্ডু।
চলুন জেনে নেয়া কিভাবে তৈরি করবেন আমের লাড্ডু-
উপকরণ : আম ১টি, দুধ ২ কাপ, নারকেল কোরানো ১ কাপ, চিনি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ এবং দুধের সর আধাকাপ।
পদ্ধতি : প্রথমে আম কেটে নিন। তারপর আম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর দুধ, নারকেল কোরানো ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর এই মিশ্রণ খুব ঘন করে জ্বাল করে নিতে হবে। তার মধ্যে আমের মিশ্রণটি দিয়ে দিন। ভালো করে সব উপকরণ একসঙ্গে না মেশানো পর্যন্ত জ্বাল দিতে থাকুন।
মিশ্রণ একেবারে হয়ে এলে ঠান্ডা করতে দিন। তারপর ব্লেন্ডারে কাজুবাদাম, বাদাম, এলাচ গুঁড়া, চিনি ও নারকেল কোরা একসঙ্গে মিশিয়ে গুঁড়া করে নিন। এরপর মিশ্রণটি ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিন। তারপর নারকেল ও বাদামের মিশ্রণে গড়িয়ে নিন আমের লাড্ডুগুলো। ব্যাস তৈরি হয়ে গেল স্বাদে সেরা আমের লাড্ডু।
জামান / জামান

মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়
