মনোহরদীতে ছুরিকাঘাতে যুবক খুন
নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ রাকিব (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় রাকিবের বাবা সিরাজ উদ্দিন এবং চাচাতো বোন পাপ্পি গুরুতর আহত হয়েছেন। নিহত রাকিব একটি কোম্পানির গাড়িচালক ছিল। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সাইফুল ইসলাম (২২), তার মা নাছিমা বেগম (৪০) এবং খালা তাছলিমা বেগমকে (৩৮) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকিবের ছোট বোন তামান্না এবং আসামি তাছলিমার মেয়ে নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত রোববার মাদরাসা থেকে ফেরার পথে তামান্না খেলার ছলে নাদিয়াকে চুলকানি (চোরতা) পাতা লাগিয়ে দেয়। পরে নাদিয়া বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। এতে তাছলিমা ক্ষিপ্ত হয়ে তামান্নার বাড়িতে গিয়ে গালাগাল করে। পরদিন (সোমবার) রাত ১০টার দিকে তাছলিমা, তার বোন নাছিমা এবং ভাগ্নে সাইফুল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির অদূরে সিরাজ উদ্দিনের দোকানে এসে পুনরায় গালাগাল করতে থাকে। তাদের গালাগাল শুনে সিরাজের ছেলে রাকিব ও ভাতিজি পাপ্পি আক্তার ঘটনাস্থলে আসেন। পরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে সাইফুল উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে পাপ্পির পেটে আঘাত করে। পাপ্পিকে রক্ষা করতে সাইফুলের হাত ধরতে যায় রাকিব। এ সময় নাছিমা এবং তাছলিমা রাকিবকে ঝাপটে ধরলে সাইফুল ছুরি দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে। রাকিবকে বাঁচাতে তাঁর বাবা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পিকে সেখানে ভর্তি করেন এবং রাকিব ও সিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়। গুরুতর আহত সিরাজ উদ্দিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত রাকিবের মা রেনুজা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি
মাগুরায় বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ
কুমিল্লা-৯ সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাই
পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান
আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ
ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই
যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত