ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৫-১-২০২৬ বিকাল ৬:৩১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন, পঞ্চগড় -১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির।রোববার (২৫ জানুয়ারি)বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তার লিখিত ব্যাখ্যা জমা দেন, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহম্মদ নওফল আরশাদ জমির।
বিষয়টি নিয়ে এদিন বিকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে লিখিত জবাবটি নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহম্মদ নওফল আরশাদ জমির বলেন, নোটিশে উত্থাপিত অভিযোগ সমূহ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত অভিযোগ সমূহ বাস্তবতা ও প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নহে। কোন ভাবেই আমার দ্বারা আইন, বিধি বা কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন সংঘটিত হয় নাই। প্রকৃত পক্ষে সংশ্লিষ্ট বিষয়ে আমি সর্বদা প্রচলিত আইন ও নিয়মকানুন অনুসরন করেছি এবং আমার কোন কার্যকলাপ অসৎ উদ্দেশ্য প্রনোদিত বা বেআইনী ছিল না। নোটিশে বর্ণিত অভিযোগ সমূহ ভুল বুঝাবুঝি ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন,অভিযান পরিচালনাকালে কর্মীদের যারা নির্বাচনী আচরণ বিধিমালা লংঘনের অভিযোগ করেছেন। কিন্তু এখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ নেই যে, কোন বিধিমালা কিভাবে লংঘন হইয়াছে। আপনার প্রেরিত পত্রে বিএনপি প্রার্থীর ফেস্টুন অপসারনের কথা উল্লেখ করা হয়েছে। আমি মনে করি যে আপনারা ফেস্টুন এবং ব্যানার এর মাঝে পার্থক্য সঠিক ভাবে অনুধাবন করিতে পারেন নাই। আমার নির্বাচনী প্রচারনায় এখন পর্যন্ত কোন ফেস্টুন ব্যবহার করা হয় নাই। আপনারা যে সকল প্রচারনার বস্তুকে ফেস্টুন বলিয়া দাবী করিতেছেন, তা আসলে ফেস্টুন নয় এগুলোকে ব্যানার বলা হয়। 
জনৈক মোঃ সাহেব আলী ২২ জানুয়ারি রাত ১০.১১ ঘটিকায় আপনার অফিসিয়ালি ব্যবহৃত হোয়াটস্অ্যাপ নম্বরে এবং ২৩ জানুয়ারি বেলা ১১.৩০ টায় স্বশরীরে নির্বাচন বিধিমালা লংঘনের বিষয়ে আপনার দপ্তরে ১০দলীয় নির্বাচনী জোটের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করিলে, আপনার অফিস উক্ত অভিযোগটিকে আমলে নিয়ে, সময়মত ১০ দলীয় জোট প্রার্থীর আচরণ বিধি লংঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। ২৩ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ দলীয় জোট প্রার্থী এবং জামায়াতে ইসলামী জোটের জনসভা অনুষ্ঠিত হয়।ওইদিন রাত পর্যন্ত তোরন সমূহ অক্ষত থাকে।
নির্বাচনী আচরন বিধিমালার জবাবে ব্যাখ্যা এবং সংযুক্তির পরিপ্রেক্ষিতে আনীত অভিযোগ সমূহের দায় হইতে অব্যাহতি চাওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মানিক, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই

যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলী তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কর্তৃক নিবাহী ম্যাজিস্ট্রেট

জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘অর্ণব’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

লাকসামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিসমিল্লাহ্ বেকার্স’র শুভ উদ্বোধন

নির্বাচনের সঙ্গে ‘মব’ চলতে পারে না: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী