আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিতে উঠতে প্রতিযোগিতা

রাজধানী ঢাকার সঙ্গে বাস ও রেল যোগাযোগ বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও ব্যবহার করছেন নৌরুট। পাবনাসহ উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী ও ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী ফিরতি মানুষ আরিচা-নগরবাড়ী (কাজিরহাট) নৌপথ ব্যবহার করছেন। এতে কাজিরহাটের ফেরিগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। ফেরিতে ওঠার সময় স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, ধাক্কাধাক্কি করে টিকিট কেটে ফেরিতে আগে ওঠার প্রতিযোগিতা চলছে।
কাজিরহাট ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা ও তার আশপাশের জেলায় কর্মরত মানুষ ফেরির আশায় দীর্ঘ সময় অপেক্ষায় রয়েছেন। ফেরি আসার পর হুড়াহুড়ি করে মানুষ ফেরিতে উঠতে থাকেন। এর আগে তারা প্রচণ্ড ভিড় ঠেলে টিকিট কেটে রাখেন।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল আহসান খান জানান, গত মঙ্গলবার সকাল থেকে সারাদেশে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে বুধবার থেকে আর কোনো দূরপাল্লার গাড়ি চলছে না। তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকে বা ঢাকামুখী কোনো দূরপাল্লার গাড়ি চলছে না।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল জানান, বাস মালিক সমিতির নেতাদের বিধিনিষেধের বিষয়টি জানানো হয়েছে। সরকারি নিষেধের পরও যারা ঢাকা রুটে বাস-কোচ চালু রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঢাকার সঙ্গে ঈশ্বরদীর রেল যোগাযোগও বন্ধ রয়েছে বলে রোববার (২৭ জুন) নিশ্চিত করেছেন পাকশী রেল বিভাগের পুলিশ সুপার মো. শাহাব উদ্দিন। এ অবস্থায় চাকরিজীবী, শ্রমিকসহ ও বিভিন্ন পেশাজীবী মানুষ ঢাকায় গিয়ে আটকা পড়েন আবার কেউ কর্মস্থল ঢাকায় ফিরতে হিমশিম খাচ্ছেন। তারা বিকল্প পথ হিসেবে আরিচা-কাজিরহাট নৌরুট ব্যবহার করছেন।
রোববার কাজিরহাটে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়। তাকবীর নামের এক যাত্রী ববলেন, তিনি গাজীপুরে চাকরি করেন। সকাল থেকে বাসের অপক্ষোয় থাকেন। শেষে দুপুরের দিকে তিনি কাজিরহাট ফেরিঘাটে আসেন। তবে একটু দেরি হয়ে যাওয়ায় তিনি ফেরিটি ধরতে পারেননি বলে জানান।
আবু সাঈদ নামে এক যাত্রী জানান, তিনি পাবনা থেকে মানিকগঞ্জ যাবেন। তিনি বাস না পেয়ে ফেরিতে আরিচা যেতে চান। কিন্তু তিনি ফেরিতে উঠতে পারেননি বলে জানান।
কাজিরহাট ফেরিঘাটের টিকিট বিক্রেতা জানান, সড়কপথ বন্ধ থাকায় নৌপথে যাত্রীর চাপ বেড়েছে। এজন্য টিকিট নিতে যাত্রীদের ভিড় এবং হুড়াহুড়ি হচ্ছে।
তবে ঘাটে কর্তব্যরত আমিনপুর থানার পুলিশ সদস্যরা বলছেন, আইনশৃঙ্খলার বিষয়টি তারা দেখছেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, ফেরিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া মাইক্রোবাস বা প্রাইভেটকার পার করতে দেয়া হচ্ছে না। তবে এর বাইরে অনেক লোকজনকেও মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে ফেরি পার হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (কাজিরহাট) মাহবুব হোসেন জানান, আরিচা-কাজিরহাট নৌরুটে তিনটি ফেরি চলাচল করছে। একটি ফেরি সংস্কারকাজের জন্য চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী গাড়ি ছাড়া অন্য কোনো বাহন ফেরিতে নেয়া হচ্ছে না।
এদিকে ফেরিতে ওঠা যাত্রীরা ন্যূনতম স্বাস্থ্যবিধি মানছেন না। এভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে।
পাবনার ডেপুটি সিভিল সার্জন কেএম আবু জাফর জানান, পাবনায়ও করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। সবাই সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পাবনায় হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ৭ দিনে জেলায় সংক্রমণের হার ৩ থেকে ১৩ ভাগে উন্নীত হয়। এ সময়ে ৪ জনের মৃত্যু এবং এক হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
