ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিশ্বে নেতৃত্বের প্রত্যয়ে যাত্রা শুরু করলো ই-রাজ


জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির  photo জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির
প্রকাশিত: ১২-৬-২০২২ রাত ৮:৩২
ক্যাপশন: ই-রাজের লোগো উন্মোচন মঞ্চে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ  বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান- এর সাথে অতিথিবৃন্দ - ছবি মো. আলী আবির
ক্যাপশন: ই-রাজের লোগো উন্মোচন মঞ্চে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ  বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান- এর সাথে অতিথিবৃন্দ - ছবি মো. আলী আবির

ই-কমার্সে বিশ্বে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে মাইওয়ান মিনিস্টার গ্রুপের সিস্টার কনসার্ন ই-রাজ। মাইওয়ান মিনিস্টার গ্রুপের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শনিবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ই-রাজের লোগো’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ  বিষয়ক উপদেষ্টা  সালমান এফ. রহমান।

তারকা, রাজনীতিক, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র আতিকুল ইসলাম চৌধূরী, নাইমুর রহমান দুর্জয় এমপি, এফবিসিসিআইএর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহমেদ খান, মাইওয়ান-মিনিস্টার গ্রুপের পরিচালক দিলরুবা তনুসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এর উদাহরণ আজকের ই-রাজের যাত্রা। দেশের সীমানা পেরিয়ে আমরা বিশ^সভায় প্রতিযোগিতা করতে যাচ্ছি। কারণ ই-রাজে শুধু মাই ওয়ান মিনিস্টার গ্রুপের পণ্যই থাকছে না। এই মার্কেট প্লেসে স্থান পাবে বিশে^র নামী দামি কোম্পানী। যেখানে পণ্যের গুণগত মান ও সেবার বিবেচনায় আমরা এগিয়ে যাব। এটাই আজকের বাংলাদেশ। এটাই আমাদের গর্বের বাংলাদেশ।

তিনি বলেন, সরকার অবকাঠামো সুবিধা বাড়াচ্ছে। ব্যবসায়ীদের সে সুযোগ নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। বিভিন্ন বিভাগে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পেরেছে বলেই আজকের মাইওয়ান-মিনিস্টার এর পণ্যের চাহিদা বেড়েছে। ব্যবসা বাড়ছে।

অনুষ্ঠানে সাদা-কালো টেলিভিশন এসেম্বেলিং থেকে শুরু করে ২০ বছরে দেশের সেরা কর্পোরেট হয়ে ওঠার গল্প শোনান কোম্পানীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ। অনুষ্ঠানে মাইওয়ান-মিনিস্টার গ্রুপের বিভিন্ন ডকুমেন্টরি প্রর্দশনের মাধ্যমে মিনিস্টার হাইটেক পার্ক ও দেশের বাজারের বাইরে বিশ^ বাজারে কোম্পানীর সাফল্য গাঁথা তুলে ধরা হয়। এতে জানানো হয়, মাইওয়ান-মিনিস্টার গ্রুপে বর্তমানে ১০ হাজার মানুষ কর্মরত রয়েছে।

কোম্পানীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ মাইওয়ান-মিনিস্টার গ্রুপের সফলতার জন্য কোম্পানীর সকল কর্মচারি-কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। সেই সাথে সরকার, স্টেকহোল্ডারদের একান্ত সহযোগিতার কথা স্মরণ করেন। একই সাথে দেশের সম্ভাবনাময় ই-কর্মাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সময়ের দাবিকে সামাজিক দায় হিসেবে তিনি এ প্লাটফর্মে নেতৃত্ব দিবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

কিছুটা কমেছে মুরগির দাম, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি

প্রাণী সুস্থ থাকলে মানুষও থাকবে নিরাপদ: উপদেষ্টা ফরিদা

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে এলো গম

কিছুটা কমেছে সবজির দাম

একলাফে সোনার দাম কমলো ৮৩৮৬ টাকা

ইলিশের চাপ রুই-কাতলার বাজারে, গরু-মুরগিতেও নেই স্বস্তি

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৬ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৬ টাকা

দেশের অর্থনীতি স্বস্তিতে আছে: অর্থ উপদেষ্টা

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক