ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীতে মাদ্রাসার অধ্যক্ষকে পেটালেন ম্যানেজিং কমিটির সদস্য!


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১:৩১

নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষকে পেটানোর অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম পাঠানের বিরুদ্ধে। গত সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী অধ্যক্ষ আ ক ম রেজাউল করিম বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী অধ্যক্ষ আ ক ম রেজাউল করিম জানান, ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে এলাকার কয়েকজনের সাথে মনোমালিন্য চলে আসছিল। সেই সুযোগে ম্যানেজিং কমিটির সদস্য রহিম পাঠান মাদ্রাসার রসিদ বই নিয়ে কোনো হিসাব দিচ্ছিলেন না। এসব নিয়ে আব্দুর রহিম পাঠানের সাথে তার (অধ্যক্ষ) একাধিকবার মনোমালিন্য হয়।

অধ্যক্ষ রেজাউল করিম আরো জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম পাঠান বিশৃঙ্খলা করার জন্য একটি নাটক সাজিয়ে সোমবার সকালে তার ছেলে (এই মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র) মেহেদী পাঠানকে মাদ্রাসায় পাঠান। ওই দিন মাদ্রাসায় অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর প্রায় ১০ দিন পূর্বে মাদ্রসার বেতন, সেশন চার্জ ও পরীক্ষার ফি পরিশোধ করার নোটিস থাকা সত্ত্বেও পরীক্ষার দিন (সোমবার) সকালে পরীক্ষা দেয়ার জন্য অধ্যক্ষকে মৌখিকভাবে অনুরোধ করেন মেহেদী পাঠান। সে সময় মেহেদীকে তার বাবাকে ফোন দিয়ে আনার কথা বলেন অধ্যক্ষ রেজাউল করিম। এর কিছুক্ষণের ভেতরেই পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম পাঠান মাদ্রাসায় এসে অধ্যক্ষের রুমে প্রবেশ করেই দুর্ব্যবহার শুরু করেন। এরপর মাদ্রাসার বাইরে আগে থেকেই ওতপেতে থেকে অধ্যক্ষ রেজাউল করিমের এক সহকারী শিক্ষকের মোটরসাইকেল দিয়ে বাড়ি যাওয়ার পথে আব্দুর রহিম পাঠান সামনে দাঁড়িয়ে মোটরসাইকেলের গতিরোধ করে রাস্তায় ফেলে অধ্যক্ষকে পেটাতে থাকেন। এরপর আশপাশের লোকজন এগিয়ে এলে আব্দুর রহিম পাঠান চলে যান।

 এ বিষয়ে আব্দুর রহিম পাঠানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধর করার ঘটনাটি অস্বীকার করে বলেন, পরীক্ষার দিন আমার ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দেয়ার বিষয়টি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করার জন্যই মোটরসাইকেল থামাতে বলেছিলাম। ওনাকে কোনো মারধর করা হয়নি।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, অধ্যক্ষকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি

মাগুরায় বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

কুমিল্লা-৯ সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাই

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই

যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলী তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কর্তৃক নিবাহী ম্যাজিস্ট্রেট