ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আট বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৭:১০

করোনার সঙ্গে মানিয়ে নিয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট। এমন অবস্থা দাঁড়িয়েছে যে দম ফেলার সুযোগও পাচ্ছেন না। ঠিক এ অবস্থায় দাঁড়িয়ে এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে মিশন জিম্বাবুয়ে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতেই ব্যাগ গুছিয়ে নিয়েছেন তামিম ইকবাল-মুমিনুল হকরা। সময়ের হিসাবে ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

মোট তিন ধাপে দেশটিতে যাচ্ছে টাইগাররা। প্রথম দফায় যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। মুমিনুল হকের নেতৃত্বে এই ঢাকা ছাড়বে মঙ্গলবার ভোর রাত ৪টায়। ১৮ সদস্যের টেস্ট দলের একজন সাকিব আল হাসান অবশ্য যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন। 

অলরাউন্ডার সাকিবের মতো ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরা তাদেরে দেশ থেকে দলের সঙ্গে যোগ দেবেন। স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ যিনি দু'দিন আগেই পেলেন দ্বায়িত্ব তিনি কাতারের দোহায় ট্রানজিটে মুমিনুলদের সঙ্গী হবেন।

জিম্বাবুয়েতে শুরুতেই টেস্ট ম্যাচ। একমাত্র টেস্ট ম্যাচটি শুরু ৭ জুলাই। তারপর ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের লড়াইয়ের প্রথমটি ১৬ জুলাই। ওয়ানডে দলের যারা টেস্ট স্কোয়াডে নেই, তারা জিম্বাবুয়ের পথে ঢাকা ছাড়বেন ৯ জুলাই। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি শুরু ২৩ জুলাই। এই দলের বাকি সদস্যরা যাবেন ১৬ জুলাই। প্রতিটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। তামিমদের স্বস্তির খবর হলো-হারারেতে মাত্র এক দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। 

জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটের স্কোয়াড-

টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।

 

ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

 

টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

র‌্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার