৮ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টারে স্পেন
 
                                    আট গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ডেনমার্কের পার্কেন স্টেডিয়াম ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিট ৩-৩ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দমের এই লড়াইয়ে আলভারো মোরাতা এবং মাইকেল অয়ারজাবালের দুই গোলে ৫-৩ ব্যবধানে রোমাঞ্চকর ম্যাচটি নিজেদের করে নেয় স্পেন।
ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়লো তারা। তাতেই ক্রোয়েট বাধা টপকে কোয়ার্টারের টিকিট কাটে লুইস এনরিকের দল।
শেষ ষোলোর জমজমাট এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া লা রোহাদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেরান তোরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ।
শুরুতে গোলরক্ষকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া, তবুও দারুণ আধিপত্য দেখিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্পেন। কিন্তু শেষ দিকের দুই গোলে ফের ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। পরে যোগ করা সময়ে দ্রুত দুই গোল স্পেনের। এমন ঘটনাবহুল রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা।
প্রীতি / প্রীতি
 
                হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!
 
                দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
 
                ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
 
                অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
 
                তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
 
                সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
 
                গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
 
                প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
 
                কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
 
                ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
 
                শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
 
                এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
 
                 
                