পেনাল্টি মিস করে ঘুমোতে পারছেন না এমবাপে

তার ক্যারিয়ারটাই এক অর্থে শুরু হয়েছিল বিশ্বকাপ জিতে। তারপর ক্লাব ফুটবলেও মনে রাখার মতো সময় কেটেছে। কিন্তু ফের যখন জাতীয় দলের হয়ে বৈশ্বিক টুর্নামেন্টে নামলেন, সেই বিশ্বজয়ীকে ঠিক চেনা গেলো না! সোমবার রাতে তো নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। টাইব্রেকারে গোল করতে না পেরে দল যখন হারল তখন কিলিয়ান এমবাপে কান্নায় ভেঙে পড়লেন। ক্ষমা চেয়ে বললেন, এই হতাশা কাটিয়ে ‘ঘুমানো কঠিন হবে’ তার।
নিজের হতাশার লুকান নি বিশ্বকাপ জয়ী ফ্রান্সের এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি ফরোয়ার্ড সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন। ইউরোর শেষ ষোলের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারেও নিশানা খুঁজে পান নি এমবাপে।। তার শট সুইস গোলরক্ষক আটকে দিতেই ম্যাচটা হেরে যায় ফ্রান্স। একইসঙ্গে বিদায় নেয় ইউরো থেকে।
ম্যাচ শেষ হতেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য কোচ দিদিয়ের দেশম জানালেন, শেষ শটটি নিজে থেকেই নিতে চেয়েছিলেন এমবাপে। নিজে চেয়ে বল নিয়েও গোল করতে না পারায় আরও বেশি হতাশা ছুঁয়েছে তাকে। ইনস্টাগ্রামে এমবাপে বললেন, ‘ইউরো থেকে বাদ পড়ার কষ্ট তীব্র। লক্ষ্য অর্জন করতে পারিনি আমরা। এই পেনাল্টি মিসের জন্য আমি ক্ষমা চাইছি।’
এখানেই শেষ নয়, বিপর্যস্ত ফরাসি তারকা আরও বলছিলেন, ‘দেখুন, দলকে সহায়তা করতেই চেয়েছিলাম আমি। কিন্তু ব্যর্থ হয়েছি। এখন ঘুমানো কঠিন হবে। যে খেলাটাকে এতোটা ভালোবাসি, সেখানে অপ্রিয় হলেও এমন উত্থান-পতন থাকেই।’
অবশ্য এই হার থেকে শিক্ষা নিতে চান এমবাপে। সুইসদের কাছে হারের পর ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলছিলেন, আমি বুঝতে পারছি সমর্থকরা হতাশ। কিন্তু সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সবসময় বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞ। পরের লড়াইয়ে আরও শক্তিশালী হয়েই ফিরবো।’
তবে নিজে হতাশায় পুড়লেও সমর্থন পাচ্ছেন কোচ দিদিয়ের দেশমের। তিনি শিষ্যের ওপর রেগে নেই, ‘দেখুন ওর ওপর আমরা কেউই বিরক্ত নই। আপনি যখন দায়িত্ব নিয়ে কোনো একটা কাজ করতে যাবেন, তখন এমনটা হতেই পারে।’
এমএসএম / এমএসএম

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

বাংলাদেশের সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের ম্যাচে ফেরা

মৌসুমে প্রথম হোঁচট বার্সার, গোলরক্ষকের দৃঢ়তায় হার থেকে রক্ষা

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩ গোল বাতিলের ম্যাচে রিয়ালকে জেতালেন ভিনিসিয়ুস-গুলার

তিন চমক রেখে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ

কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল
