ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বার্ডস আই হেলিকপ্টার এবং অ্যভিয়েশন প্রাইভেট লি: ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন ফারদিন


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ২:১০
এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী  বিল্লাল ফারদিন একটি পরিচিত নাম। একাধারে কাজ করছেন সরকারি বিভিন্ন প্রজেক্ট, সামাজিক দায়বদ্ধতার জায়গায় তিনি সর্বাদাই এগিয়ে কাজ করে যান একেবারে নিজ জায়গা থেকে সমাজের অবহেলিত মানুষের কল্যানে।কন্ঠশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারের প্রাপ্তি তিনি ইতিমধ্যেই অর্জন করতে সক্ষম হয়েছেন।এরই ধারাবাহিকতায় ফারদিন এবার এভিয়েশন প্রাইভেট লিমিটেড এর সাউথ এশিয়ান এয়ারলাইন্স এবং বার্ডস আই এভিয়েশনের দায়িত্ব গ্রহণ করলেন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
 
গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে হেলিপ্যাড গ্রাউন্ডে সাউথ এশিয়ান এয়ারলাইন্স এবং বার্ডস আই এভিয়েশনের পক্ষ থেকে ফারদিনের হাতে ব্রান্ড অ্যাম্বাসেডর এর  নিয়োগপত্র,আইডি কার্ড প্রদান করা হয়।
 
দৈনিক সকালের সময়ের সাথে একান্ত আলাপচারিতায়  ফারদিন  জানালেন এর আগেও দুই  একটি কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন, সেই অভিজ্ঞতার আলোকে কাজ করে যাবেন এছাড়াও এভিয়েশনে কাজ করা খুব চ্যালেঞ্জিং একটি কাজ যেহেতু ট্যুরিজম নিয়েও তিনি কাজ করেছেন তাই  হেলিকপ্টারের এভিয়েশনের কাজে যুক্ত হলেও আত্মবিশ্বাসী  তিনি।
ফারদিনকে কে সম্মাননা স্মারক হাতে তুলে দেন স্কড  লিডার সোহানুর রহমান ও বার্ডস আইয়ের  সিইও রাজিব।এছাড়া  বাংলাদেশ বিমান বাহিনীর এবং এভিয়েশনের সাথে যুক্ত  কয়েকজন এ সময় উপস্থিত ছিলেন। 
ফারদিন বলেন আমি যাতে দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

এমএসএম / এমএসএম