ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

টাইগার ব্যাটসম্যানদের ‘কোনোকিছু পরিবর্তন করবেন না’ প্রিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২১ বিকাল ৫:৩

জিম্বাবুয়ে সফরের আগেই বিশেষজ্ঞ ব্যাটিং পরামর্শক ও স্পিন বোলিং পরামর্শক হিসেবে নতুন দুজনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্পিনারদের সাহায্য করতে দায়িত্ব নেবেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স।

হেরাথের সঙ্গে চুক্তি করা হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে আপাতত বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রিন্স কাজ করবেন শুধু আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্যই। এরপর পর্যালোচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। তাই এ দফায় নিজের কাজের ব্যাপারে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন প্রিন্স।

মঙ্গলবার ভোরে বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়েতে। এ সফরের ট্রানজিট তথা কাতারে দলের সঙ্গে যোগ দেবেন প্রিন্স। সেখান থেকে এক ফ্লাইটেই দলের সঙ্গে জিম্বাবুয়ে যাবেন তিনি। মাত্র এক মাসের এ বিশেষ দায়িত্বে নিজের কাজটা জটিল করতে চান না এ সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে প্রিন্স বলেছেন, ‘এটা খুবই স্বল্পমেয়াদি চুক্তি এবং এক মাস খুবই কম সময়। সাধারণত এমন পরিস্থিতিতে আপনি ব্যাটসম্যানের কোনোকিছু পরিবর্তন করার কথা ভাববেন না। আমি নিজের দায়িত্বটা মূলত দেখছি, প্রতি ম্যাচের আগে খেলোয়াড়দের যথাযথ প্রস্তুতিতে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে সহায়তা করার কাজ হিসেবে।’

তিনি আরও যোগ করেন, ‘ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে, খেলার পরিকল্পনা, গেমপ্ল্যান ও বিশেষ করে ব্যাটিংয়ের গেমপ্ল্যানের ব্যাপারে আলোচনা করে একটা প্রভাব রাখা যায়। প্রতিটি আলাদা খেলোয়াড়ের হয়তো এসব ঠিক থাকে। তবু একজন খেলোয়াড় হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলবো, মাঝেমধ্যে কোচিং স্টাফের কাছ থেকেও এসব বিষয়ে অনুমোদন প্রয়োজন হয়।’

২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। নতুন ব্যাটিং পরামর্শক এটিকে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য সুযোগ হিসেবে দেখছেন। তার মতে, বিদেশি কন্ডিশনে ভালো করতে পারার সামর্থ্য প্রদর্শনের বড় সুযোগ এটি।

প্রিন্সের ভাষ্য, ‘আন্তর্জাতিক ব্যাটসম্যানদের স্কিল সবসময়ই বেশি থাকে। তারা যে দেশেরই হোক না কেন। ব্যক্তি খেলোয়াড় হিসেবে দুর্বলতা তেমন একটা থাকে না। তবে নিজেকে আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসেবে নির্ভরযোগ্য করে তোলার জন্য প্রতিটি বিদেশ সফর সমান গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন কন্ডিশনে নিজেকে যাচাই করে নেয়া যায়।’

‘জুলাইয়ে জিম্বাবুয়ের আবহাওয়া আর দক্ষিণ আফ্রিকার আবহাওয়া প্রায় একই। বৃষ্টি খুবই কম হয়। গ্রীষ্মের চেয়ে গরম বেশ কমই থাকে। আমি আশা করছি উইকেট গতানুগতিক গ্রীষ্মের সময়ের চেয়ে শুষ্ক থাকবে। যা কি না উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মিলে যেতে পারে।’

এসময় বাংলাদেশের দায়িত্ব নেয়ার পেছনের কারণ জানিয়ে প্রিন্ট বলেছেন, ‘আপনার সামনে প্রতিদিন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ আসবে না। তাই আমি এ দায়িত্বটা নিয়েছে। যেহেতু দক্ষিণ আফ্রিকায় এখন খেলা নেই। তাই এর চেয়ে ভালো কিছু আমার জন্য হতে পারত না। আমি এখনও দক্ষিণ আফ্রিকার স্থানীয় দলের হেড কোচ হিসেবে রয়েছি।’

কফিল / কফিল

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন

বাংলাদেশের সিরিজ জয় নাকি নেদারল্যান্ডসের ম্যাচে ফেরা

মৌসুমে প্রথম হোঁচট বার্সার, গোলরক্ষকের দৃঢ়তায় হার থেকে রক্ষা

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩ গোল বাতিলের ম্যাচে রিয়ালকে জেতালেন ভিনিসিয়ুস-গুলার

তিন চমক রেখে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ

কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি