ডি ককের ঝড়ের পর শামসির ঘূর্ণি, শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের
 
                                    প্রথমে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন কুইন্টন ডি কক। এরপর বল হাতে কৃপণতার পরিচয় দিলেন তাবরিজ শামসি। এতেই তৈরি হলো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। অবশেষে তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে পরাজয় বরণ করতে বাধ্য হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করলেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতে যেত ওয়েস্ট ইন্ডিজ। সে লক্ষ্যে সাবধানে এগোচ্ছিলও ক্যারিবিয়ানরা। বিনা উইকেটে স্কোর বোর্ডে ৫৫ রান তুলেও ফেলেছিল। কিন্তু এরপরেই ম্যাচের রাশ হাত থেকে বেরিয়ে যায়। সহজ ম্যাচ বদলে যায় রূদ্ধশ্বাস ম্যাচে। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে অসম্ভব কাজটি সম্ভব করলেন তাবরিজ শামসি। দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি লেগ স্পিনারের বল সামাল দিতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দেওয়া শামসি মঙ্গলবার আরও ভয়ংকর হয়ে উঠেছিলেন।
শামসিকে সামলাতে না পেরে রান তোলা থামিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত মাত্র ১ রানে ম্যাচ হারেন রাসেল-পোলার্ডরা। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
গ্রানাডার সেন্ট জর্জে ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্টি ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা স্কোর বোর্ডে তোলে ১৬৭ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। ক্যারিবীয়দের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছিলেন ওবেড ম্যাকয়। ব্র্যাভো নেন তিন উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতে নামেন তাদের সামনে ছিল ১৬৮ রানে লক্ষ্যমাত্রা।
মাত্র ৬.৫ ওভারেই ৫৫ রান তুলে নিয়েছিল পোলার্ডের দল। সবাই যখন ভাবছিলা ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই এই ম্যাচ জিতে যাবে তখনই শুরু হয় তাবরিজ শামসির ঘূর্ণি। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিলেন। নিলেন ২টি উইকেট। ১৬৬ রানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন এভিন লুইস, ২৬ রান করেন নিকোলাস পুরান, ২৫ রান করেন আন্দ্রে রাসেল, ২২ রান করেন লেন্ডল সিমন্স। ১৭ রান আসে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে। ১৬ রান করেন জেসন হোল্ডার
এমএসএম / এমএসএম
 
                হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!
 
                দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
 
                ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
 
                অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
 
                তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
 
                সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
 
                গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
 
                প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
 
                কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
 
                ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
 
                শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
 
                এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
 
                 
                