ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চিংড়ির বড়া তৈরির রেসিপি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১২:৩৮

মচমচে বড়া খেতে পছন্দ করেন সবাই। আর তা যদি হয় চিংড়ির, তবে তো কথাই নেই! চিংড়ি দিয়ে তৈরি যেকোনো খাবার অনেক বেশি সুস্বাদু। এসব খাবার তৈরিও করা যায় খুব দ্রুত কারণ চিংড়ি সেদ্ধ করতে বেশি সময় লাগে না। আজ চলুন জেনে নেওয়া যাক চিংড়ির বড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে : চিংড়ি (খোসা ছাড়ানো)- ১ কাপ, পেঁয়াজ কুচি- আধা কাপ, কাঁচা মরিচ কুচি- স্বাদমতো, আদা বাটা- সামান্য, রসুন কুচি- দুই চা চামচ, ময়দা- পরিমাণমতো, লবণ- স্বাদমতো, ধনেপাতা কুচি- পরিমাণমতো, তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : চিংড়ি ধুয়ে পনি ঝরিয়ে নিন। একটি বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও আদা বাটা নিয়ে ভালো করে মেশান। এবার চিংড়িগুলোও মিশিয়ে নিন। রসুন, ময়দা, লবণ, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ডলে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে তার মধ্যে মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে চ্যাপ্টা বড়ার মতো করে ভেজে তুলে নিন।

জামান / জামান