ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

অদম্য এসআইকে বাগে আনতে অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ৪:৩

সেবার ব্রত নিয়ে পুলিশে যোগদান করেছিলেন মকবুল হোসেন। উপ-পরিদর্শক (এসআই) হিসেবে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় যোগদানের পর আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোটের সহিংসতা দমনে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন মকবুল হোসেন। কিন্তু এর চড়া মূল্য দিতে হয়েছে তাকে। ২০১৩ সালের ৩১ মার্চ নগরীর রানীবাজার এলাকায় শিবিরের ছোড়া বোমার আঘাতে ডান হাতের কব্জি ও বাম হাতের কয়েকটি আঙুল হারান এসআই মকবুল। ক্ষতবিক্ষত হয় মুখমণ্ডল, দুই বাহু ও উরু।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই দিনই তাকে হেলিকপ্টারে নেয়া হয় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখান থেকে তাকে নেয়া হয় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে। ওই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। তার বাবা আনসার আলী পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার। চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য ছিল না পরিবারের। ফলে দেশেই চিকিৎসা নিয়ে তাকে কাজে ফিরতে হয়।

পুলিশে যোগদানের ১ মাস ১১ দিনের মাথায় বোমা হামলায় সব স্বপ্ন চুরমার করে দিয়েছিল এসআই মকবুলের। কিন্তু তিনি হাল ছাড়েননি। কৃত্রিম হাত নিয়ে নেমে পড়েন কাজে। অন্যসব কর্মকর্তার মতো নিয়মিত অভিযানেও নামেন তিনি। এরই মধ্যে দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশে বেশ সুনাম কুড়িয়েছেন এসআই মকবুল। ২০১৪ সালে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পিপিএম পদক। নগর পুলিশের মাদকবিরোধী অভিযানে দুবার হয়েছেন সেরা পুলিশ অফিসার। সেরা অফিসারের সম্মাননাও তার ঝুলিতে।

অদম্য এসআই মকবুল নগরীর রাজপাড়া থানায় কর্মরত। দায়িত্ব পালন করছেন থানার সেকেন্ড অফিসারের। নগরীর কুখ্যাত কয়েকটি মাদক জোন এ থানা এলাকায়। রয়েছে আবাসিক হোটেলকেন্দ্রিক দেহ ব্যবসা ও মাদক সিন্ডিকেট। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের ক্লিনিককেন্দ্রিক দালাল চক্র সক্রিয় এখানে। এরই মধ্যে অপরাধীদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন এসআই মকবুল। সাঁড়াশি অভিযানে ভেঙে দিয়েছেন একাধিক অপরাধ সিন্ডিকেট। আর এতেই টান পড়েছে অপরাধীদের পাতে। রাজপাড়া থানা থেকে এই এসআইকে সরাতে একের পর অভিযোগ দিচ্ছে পুলিশ সদর দফতরে। অভিযোগ পড়েছে নগর পুলিশ সদরেও। কিন্তু দফায় দফায় বিভাগীয় তদন্তে এসব অভিযোগ থেকে এরই মধ্যে এসআই মকবুল অব্য‍াহতি পেয়েছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৭ জুন নগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা লিটন শেখ এসআই মকবুলের নামে হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে আরএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। ২৮ জুন একই অভিযোগ দেন পুলিশপ্রধান বরাবর। এর আগে কয়েক দফা অভিযোগ দিয়েছেলেন লিটন। কিন্তু তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলেনি।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বন্ধুদের সাথে ব্যবসায়িক বিরোধে জড়িয়েছেন লিটন শেখ। এ নিয়ে মামলাও করেন তিনি। এরপর থেকে বরাবরই পুলিশকে তার পক্ষে প্রতিবেদন দিতে চাপ দেন। কিন্তু তাতেও সুবিধা করতে না পেরে কথিত এই অভিযোগ দেন। শেষে নগরীর লক্ষ্মীপুরকেন্দ্রিক অপরাধ সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে নতুন করে এসআই মকবুলের বিরুদ্ধে পুরনো অভিযোগটি দেন।

অভিযোগের বিষয়ে জানতে কয়েক দফা চেষ্টা করেও অভিযোগকারী লিটন শেখের মোবাইল সংযোগ পাওয়া যায়নি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এসআই মকবুল। তিনি বলেন, লক্ষ্মীপুরকেন্দ্রিক অপরাধ সিন্ডিকেটের কয়েক সদস্য তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছিলেন। কিন্তু সুবিধা করতে না পেরে নিস্পত্তি হয়ে যাওয়া ভিত্তিহীন পুরোনো অভিযোগটি সামনে এনেছেন।

তিনি জানান, তার কাছে শারীরিক প্রতিবন্ধকতা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। যে কোনো সময় সব ধরনের অভিযানে অংশ নিতে পারি। কেবল সাহস এবং মনোবল আমাকে এতদূর নিয়ে এসেছে। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ