ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যুৎ ব্যবহারে যেভাবে সাশ্রয়ী হবেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১২:৫২

বিদ্যুৎ সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। সমস্যা সমাধানে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে এক দিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে। রাত ৮টার পর বন্ধ রাখা হবে দোকানপাটও। 

চলমান বিদ্যুতের এই সঙ্কট মোকাবেলায় প্রতিটি মানুষের ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসা উচিত। বিদ্যুৎ ব্যবহারে হওয়া উচিত সাশ্রয়ী। কিভাবে? চলুন জেনে নেই। 

সুইচ বন্ধ রাখুন : ব্যবহার শেষে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করুন। অপ্রয়োজনীয় বাতি বা ফ্যান ব্যবহার করবেন না। এতে বিদ্যুতের অপচয় হয়। বাড়ি থেকে বের হওয়ার আগে সবগুলো সুইচ ভালো করে চেক করে নিন। 

কম্পিউটার ব্যবহার : একটি কম্পিউটার ২৪ ঘণ্টা চললে তা একটি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজের চেয়ে বেশি শক্তি গ্রহণ করে। তাই জরুরি প্রয়োজন ছাড়া এটি ব্যবহার না করাই শ্রেয়। কম্পিউটার যদি অন রাখতেই হয় তবে মনিটর বন্ধ করে রাখুন। কারণ, মনিটর একাই সিস্টেমের ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ ব্যবহার করে। ব্যবহার শেষে স্লিপ মুডে রাখতে পারেন। এতে ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। 

চার্জার খুলে রাখুন : বেশিরভাগ মানুষই ব্যাটারি চার্জার (যেমন- ল্যাপটপ, সেলফোন এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদি) ব্যবহার শেষের প্লাগ ইন করে রাখেন। এগুলো শক্তি গ্রহণ করে। তাই চার্জ দেওয়া শেষে পয়েন্ট চার্জার খুলে রাখা উচিত। 

বাতি পরিষ্কার করুন : টিউব লাইট ও বাল্বে ময়লা জমলে তা ৫০ শতাংশ আলো শোষণ করে নেয়। ফলে আলোর উজ্জ্বলতা কমে যায়। তাই সপ্তাহে এক দিন ঘরের বাতিগুলো পরিষ্কার করুন। 

একবারে আয়রন করুন : সব পোশাক একসঙ্গে আয়রন করুন। আয়রন করাকালীন ইস্ত্রির সুইচ অন করে রেখে দেবেন না। কাজ না করলেও এটি বিদ্যুৎ গ্রহণ করে। ফলে বিদ্যুতের অপচয় হয়। 

ইলেকট্রিক কেটলি ব্যবহার : পানি গরম করতে ইলেকট্রিক কেটলি ব্যবহার করুন। ইলেকট্রিক কুক পটের তুলনায় এর ব্যবহার বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। 

সাদা রংয়ের ব্যবহার : ঘরের দেয়াল, ছাদ, পর্দা এবং আসবাবপত্রে সাদা রং ব্যবহার করুন। সাদা সম্ভব না হলেও অন্য কোনো হালকা রং ব্যবহার করুন। এতে ঘর উজ্জ্বল দেখায়। আলো কম লাগায় বিদ্যুৎ সাশ্রয় হয়। দিনের বেলায় যতটা পারা যায় প্রাকৃতিক আলো ব্যবহারের চেষ্টা করুন। 

এলইডি বাল্ব ব্যবহার : সাধারণ বাল্বের তুলনায় এলইডি বাল্বে কম বিদ্যুৎ খরচ হয়। উজ্জ্বলতাও বেশি হয়। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বাসা বা অফিসে এলইডি বাল্ব ব্যবহার করুন। 

ফ্রিজ ডিফ্রস্টিং করুন : ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। ফলে বেড়ে যায় বিদ্যুতের ব্যবহার। তাই কয়েকদিন পর পর ফ্রিজ ডিফ্রস্টিং করুন। 

নির্দিষ্ট সময় পর্যন্ত টিভি দেখা : অনেকেই রাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যান। ফলে সারা রাত টিভি চলতে থাকে। প্রচুর পরিমাণ বিদ্যুতের অপচয় হয় এতে। তাই টিভি দেখার জন্য সময় নির্দিষ্ট করে নিন। আধুনিক স্মার্টটিভিতে সময় সেট করা যায়। সেটি করুন। এতে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে টিভি অফ হয়ে যাবে। 

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। তবেই বর্তমানে সৃষ্ট পরিস্থিতি থেকে মুক্তি মিলবে দ্রুত। 

জামান / জামান